কলকাতা : বাবা-মা মোবাইলে মগ্ন । বাচ্চার দিকে তাদের কোনও নজর নেই । তাহলে বাচ্চাটা একা একা কী করবে ? সে-ও মোবাইলে মুখ গুঁজবে, গেম খেলতে খেলতে নষ্ট করবে নিজের স্বাভাবিক শৈশব । তবে এক্ষেত্রে কি তাকে দোষ দেওয়া যায় ? তার বাবা-মা কি এর জন্য দায়ি নয় ? এই প্রশ্ন তুলবে 'হাবজি গাবজি' ।
রাজ চক্রবর্তীর পরিচালনায় 2020-র ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । অনস্ক্রিন বাবা-মা হিসেবে শুভশ্রী গাঙ্গুলি ও পরমব্রত চট্টোপাধ্যায় তো রয়েছেনই, সঙ্গে রয়েছে এক খুদে, যাকে নিয়ে আবর্তিত হয়েছে 'হাবজি গাবজি'-র গল্প ।
ক্রমশ রিয়েলিস্টিক ফিল্মের দিকে ঝোঁক বাড়ছে পরিচালক রাজের । স্বভাবসিদ্ধ রোম্যান্টিক কমেডি, গভীর প্রেম বা পারিবারিক সংঘর্ষের গল্প ছেড়ে তিনি এবার সামাজিক ও মানসিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করছেন । 'হাবজি গাবজি'-ও তার মধ্যে অন্যতম ।
ছবিটি নিয়ে শুভশ্রীর কী বক্তব্য ? দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">