কলকাতা : আর কয়েকমাসের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । এই সময় প্রেগনেন্ট মহিলাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করে । কিন্তু, সেসবকে পাত্তা না দিয়ে শুভশ্রী গাঙ্গুলি বেশ উপভোগ করছেন তাঁর প্রেগনেন্সি । নেগেটিভিটিকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন না ।
ইনস্টাগ্রামে দু'টো ছবি শেয়ার করেছেন শুভশ্রী । কালো পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট । কোনও মেকআপ ছাড়া, গ্ল্যামারের চাকচিক্য ছাড়া যেন প্রকৃতির মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি, গর্ভে আর একটা প্রাণ নিয়ে ।
আর এই বিষয়টাই শুভশ্রীর কাছে জীবনের সবথেকে বড় ম্যাজিক । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "জীবনের সবচেয়ে বড় ম্যাজিক তখনই হয়, যখন নিজের মধ্যে আরও একটা প্রাণ বেড়ে ওঠে ।"
শুভশ্রীর এই পোস্ট দেখে রফিয়াত রশিদ মিথিলা, ঐন্দ্রিলা সেন, অনিন্দিতা বোসের মতো অভিনেত্রীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । দেখে নিন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">