মুম্বই : আয়ুষ্মান খুরানার ছবি এখন একটা জ়র হয়ে গেছে বলিউডে । তাঁর ছবিতে মানবজীবন ও সমাজজীবনের জটিল সমস্যাগুলো থাকে ঠিকই, তবে একটা মজার মোড়কে । ফলে ব্রেইনলেস কমার্শিয়াল ফিল্ম না হলেও বাণিজ্যিক ভাবে খুব সফল হয় তাঁর ছবি । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-ও তার ব্যতিক্রম নয় ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশাল মিডিয়ায় জানিয়েছেন ছবির প্রথম দিনের কালেকশন । তিনি লিখেছেন, "প্রথম দিনে দারুণ উপার্জন করল 'শুভ মঙ্গল..' দিল্লি আর পাঞ্জাবে সব থেকে ভালো পারফর্ম করেছে ছবিটি । মুম্বইতেও ধীরে ধীরে বেড়েছে কালেকশন । আয়ুষ্মান খুরানার ব্র্যান্ড ও মহাশিবরাত্রির জোট । দ্বিতীয় ও তৃতীয় দিনেও ভালো ফল করা দরকার । শুক্রবার 9.55 কোটি টাকা উপার্জন ।"
-
#ShubhMangalZyadaSaavdhan fares very well on Day 1... #Delhi-#NCR, #Punjab perform best... #Mumbai picks up... Brand #AyushmannKhurrana + #MahaShivratri partial holiday contribute... Important to score on Day 2 and 3... Fri ₹ 9.55 cr. #India biz. #SMZS
— taran adarsh (@taran_adarsh) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ShubhMangalZyadaSaavdhan fares very well on Day 1... #Delhi-#NCR, #Punjab perform best... #Mumbai picks up... Brand #AyushmannKhurrana + #MahaShivratri partial holiday contribute... Important to score on Day 2 and 3... Fri ₹ 9.55 cr. #India biz. #SMZS
— taran adarsh (@taran_adarsh) February 22, 2020#ShubhMangalZyadaSaavdhan fares very well on Day 1... #Delhi-#NCR, #Punjab perform best... #Mumbai picks up... Brand #AyushmannKhurrana + #MahaShivratri partial holiday contribute... Important to score on Day 2 and 3... Fri ₹ 9.55 cr. #India biz. #SMZS
— taran adarsh (@taran_adarsh) February 22, 2020
এরপর তরণ একটা তুলনামূলক বিশ্লেষণ করেছেন । আয়ুষ্মানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ফিল্মগুলোর প্রথমদিনের কালেকশন দিয়ে দেখিয়েছেন কীভাবে ধীরে ধীরে তিনি বক্স অফিস কিং হয়ে উঠেছেন ।
- 2019: #বালা - 10.15 কোটি
- 2019: #ড্রিমগার্ল - 10.05 কোটি
- 2020: #শুভ মঙ্গল জ়াদা সাবধান - 9.55 কোটি
- 2018: #বধাই হো- 7.35 কোটি
- 2019: #আর্টিকল 15 - 5.02 কোটি
- 2017: #শুভ মঙ্গল সাবধান - 2.71 কোটি
- 2018: #অন্ধাধুন - 2.70 কোটি
- 2017: #বরেলি কি বরফি - 2.42 কোটি
'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এ আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন জিতেন্দ্র । অনস্ক্রিনে তাদের গভীর প্রেম প্রমাণ করে দিয়েছে যে ছবিটি কোনও সমকামী প্রেমের গল্প নয়, শুধুমাত্র একটা প্রেমের গল্প বলে, যা আর পাঁচটা প্রেমের থেকে কোনও অংশে আলাদা নয় ।