ETV Bharat / sitara

'লাল সিং চড্ডা'-র সেটে নতুন লুকে আমির, লিক হল ছবি - লাল সিং চড্ডার খবর

'লাল সিং চড্ডা'-র সেটে আমির খান । সোশাল মিডিয়ায় লিক হল ছবি ।

aamir khan in laal singh chaddha
aamir khan in laal singh chaddha
author img

By

Published : Feb 29, 2020, 8:49 PM IST

মুম্বই : নিজের ছবির প্রাইভেসি নিয়ে খুবই সচেতন থাকেন আমির খান । তবে সোশাল মিডিয়ার উপস্থিতিতে এখন আর কোনও কিছুই প্রাইভেট নয় । কোনও একটা ছবি একবার পোস্ট হয়ে গেলে সেটা ভাইরাল হতে সময় লাগে না । তেমনই হল আমিরের 'লাল সিং চড্ডা' ছবির ক্ষেত্রে ।

অফিশিয়ালি আমিরের একটি লুকই মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় । এছাড়াও কলকাতা, হিমাচল প্রদেশে ও অন্যান্য শহর জুড়ে শুটিং করতে গিয়ে টুকটাক বেরিয়ে পড়েছে আমিরের নতুন নতুন অবতার । ঠিক সেরকম ভাবেই সামনে এল অভিনেতার আরও একটি লুক ।

চণ্ডীগড়ে শুটিং করতে গিয়ে এক ফ্যানের সঙ্গে ছবি তুলেছিলেন আমির । সেই ফ্য়ানের শেয়ার করা ছবিই ভাইরাল । দাঁড়ি-গোঁফ বা পাগড়ি নয়, এবার আমিরের পরনে একেবারে মিলিটারি পোশাক ।

ক্লিন শেভড আমির এবার ফিটফাট মিলিটারি জওয়ান । চোখে স্বচ্ছ ফ্রেমের চশমা আর মুখে সেই স্বভাবসিদ্ধ হাসি । ফের নতুন লুকে ধরা দিলেন অভিনেতা ।

2020-র ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা 'লাল সিং চড্ডা' । চরিত্রের প্রয়োজনে একাধিক বার লুক বদলাতে হবে আমিরকে এই ছবিতে । বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান । তাঁর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে ভ্যালেন্টাইনস ডে-তে ।

মুম্বই : নিজের ছবির প্রাইভেসি নিয়ে খুবই সচেতন থাকেন আমির খান । তবে সোশাল মিডিয়ার উপস্থিতিতে এখন আর কোনও কিছুই প্রাইভেট নয় । কোনও একটা ছবি একবার পোস্ট হয়ে গেলে সেটা ভাইরাল হতে সময় লাগে না । তেমনই হল আমিরের 'লাল সিং চড্ডা' ছবির ক্ষেত্রে ।

অফিশিয়ালি আমিরের একটি লুকই মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় । এছাড়াও কলকাতা, হিমাচল প্রদেশে ও অন্যান্য শহর জুড়ে শুটিং করতে গিয়ে টুকটাক বেরিয়ে পড়েছে আমিরের নতুন নতুন অবতার । ঠিক সেরকম ভাবেই সামনে এল অভিনেতার আরও একটি লুক ।

চণ্ডীগড়ে শুটিং করতে গিয়ে এক ফ্যানের সঙ্গে ছবি তুলেছিলেন আমির । সেই ফ্য়ানের শেয়ার করা ছবিই ভাইরাল । দাঁড়ি-গোঁফ বা পাগড়ি নয়, এবার আমিরের পরনে একেবারে মিলিটারি পোশাক ।

ক্লিন শেভড আমির এবার ফিটফাট মিলিটারি জওয়ান । চোখে স্বচ্ছ ফ্রেমের চশমা আর মুখে সেই স্বভাবসিদ্ধ হাসি । ফের নতুন লুকে ধরা দিলেন অভিনেতা ।

2020-র ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা 'লাল সিং চড্ডা' । চরিত্রের প্রয়োজনে একাধিক বার লুক বদলাতে হবে আমিরকে এই ছবিতে । বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান । তাঁর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে ভ্যালেন্টাইনস ডে-তে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.