ETV Bharat / sitara

সুশান্তের অ্যাকাউন্ট্যান্ট সহ 6 জনকে জিজ্ঞাসাবাদ CBI-এর - CBI on sushant case

আজ তলব করা হয়েছিল সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি ও পার্সোনাল স্টাফ কেশবকেও । এছাড়া আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ সিংকে ।

ে্ি
ে্ি
author img

By

Published : Aug 25, 2020, 1:52 PM IST

Updated : Aug 25, 2020, 2:02 PM IST

মুম্বই : ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত শুরু করে দিয়েছে CBI । চলছে জিজ্ঞাসাবাদ । আজ তলব করা হয়েছিল সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি ও পার্সোনাল স্টাফ কেশবকে । এছাড়াও আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ সিংকে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে আজ সকালে সবার প্রথমে পৌঁছান সন্দীপ শ্রীধর । তার কয়েক মিনিটের ব্যবধানেই সেখানে গাড়ি নিয়ে ঢুকতে দেখা যায় সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে । এর কয়েক ঘণ্টা পর ওই অতিথিশালায় প্রবেশ করেন রজত মেওয়াতিও ।

  • Maharashtra: 6 people including Sandip Shridhar, Siddharth Pithani, Neeraj Singh, Rajat Mewati & Keshav present at the DRDO guest house in Mumbai, where the CBI team investigating the #SushantSinghRajput's death case is staying. pic.twitter.com/enbLNoazYp

    — ANI (@ANI) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । রবিবার সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা । এছাড়া কুপার হাসপাতালের পাঁচজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন তাঁরাই । খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও ।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি বান্দ্রার ফ্ল্যাট যেখান থেকে 14 জুন সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান তদন্তকারীরা । নীরজ ও সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন তাঁরা ।

মুম্বই : ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত শুরু করে দিয়েছে CBI । চলছে জিজ্ঞাসাবাদ । আজ তলব করা হয়েছিল সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি ও পার্সোনাল স্টাফ কেশবকে । এছাড়াও আজ ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ সিংকে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে আজ সকালে সবার প্রথমে পৌঁছান সন্দীপ শ্রীধর । তার কয়েক মিনিটের ব্যবধানেই সেখানে গাড়ি নিয়ে ঢুকতে দেখা যায় সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে । এর কয়েক ঘণ্টা পর ওই অতিথিশালায় প্রবেশ করেন রজত মেওয়াতিও ।

  • Maharashtra: 6 people including Sandip Shridhar, Siddharth Pithani, Neeraj Singh, Rajat Mewati & Keshav present at the DRDO guest house in Mumbai, where the CBI team investigating the #SushantSinghRajput's death case is staying. pic.twitter.com/enbLNoazYp

    — ANI (@ANI) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । রবিবার সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা । এছাড়া কুপার হাসপাতালের পাঁচজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন তাঁরাই । খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও ।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি বান্দ্রার ফ্ল্যাট যেখান থেকে 14 জুন সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান তদন্তকারীরা । নীরজ ও সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন তাঁরা ।

Last Updated : Aug 25, 2020, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.