ETV Bharat / sitara

মুম্বই ও গোয়া থেকে আরও 6 জনকে গ্রেপ্তার NCB-র - NCB nabs Mumbai

NCB-র জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বই ও গোয়ার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে NCB-র একটি দল । তল্লাশি চলাকালীন আরও ছয় জনকে গ্রেপ্তার করে NCB ।

sdf
sdf
author img

By

Published : Sep 13, 2020, 12:53 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে আরও ছয় জনকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)।

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বই ও গোয়ার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে NCB-র একটি দল । সেই সময়ই করমজিৎ সিং আনন্দ নামে একজনকে গ্রেপ্তার করে তারা । তার কাছ থেকে গাঁজা ও চরস উদ্ধার হয়েছে ।

এরপর মুম্বইয়ের দাদর থেকে দিওয়ান অ্যান্থনি ফার্নান্ডেজ় নামে এক গাঁজা সরবরাহকারী সহ তিনজনকে গ্রেপ্তার করে NCB । তাদের কাছ থেকেও 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।

sdf
.

এছাড়াও অঙ্কুশ আরেঞ্জা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় । সে করমজিতের থেকে গাঁজা নিয়ে তা অনুজ কেশওয়ানিকে সরবরাহ করত বলে জানা গিয়েছে । আরেঞ্জার থেকে 42 গ্রাম চরস ও 1 লাখ 12 হাজার 400 টাকা নগদ উদ্ধার করেছে NCB ।

এই একই মামলায় NCB-র গোয়া সাব জ়োন ক্রিস কোস্টা নামে একজনকে গ্রেপ্তার করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান NCB-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা ।

সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর 4 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল দু'জন মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদুল বসিতকে । আর সবশেষে 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । এই ছ'জন অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে আরও ছয় জনকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)।

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বই ও গোয়ার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে NCB-র একটি দল । সেই সময়ই করমজিৎ সিং আনন্দ নামে একজনকে গ্রেপ্তার করে তারা । তার কাছ থেকে গাঁজা ও চরস উদ্ধার হয়েছে ।

এরপর মুম্বইয়ের দাদর থেকে দিওয়ান অ্যান্থনি ফার্নান্ডেজ় নামে এক গাঁজা সরবরাহকারী সহ তিনজনকে গ্রেপ্তার করে NCB । তাদের কাছ থেকেও 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।

sdf
.

এছাড়াও অঙ্কুশ আরেঞ্জা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় । সে করমজিতের থেকে গাঁজা নিয়ে তা অনুজ কেশওয়ানিকে সরবরাহ করত বলে জানা গিয়েছে । আরেঞ্জার থেকে 42 গ্রাম চরস ও 1 লাখ 12 হাজার 400 টাকা নগদ উদ্ধার করেছে NCB ।

এই একই মামলায় NCB-র গোয়া সাব জ়োন ক্রিস কোস্টা নামে একজনকে গ্রেপ্তার করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান NCB-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা ।

সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর 4 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল দু'জন মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আবদুল বসিতকে । আর সবশেষে 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । এই ছ'জন অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.