ETV Bharat / sitara

দুবাইয়ে চলছে 'পাঠান'-এর শুটিং, ফাঁস হল ভিডিয়ো - শাহরুখ খানের খবর

'পাঠান' ছবির শুটিং চলছে দুবাইয়ে । সোশাল মিডিয়ার যুগে তো কিছুই গোপন থাকে না । তাই ফাঁস হয়ে গেল শুটিংয়ের ভিডিয়ো ।

Shah Rukh Khan pathan action scene
Shah Rukh Khan pathan action scene
author img

By

Published : Jan 30, 2021, 6:46 PM IST

দুবাই : শাহরুখ খানের ফ্যান ছড়িয়ে রয়েছেন সারা বিশ্বে । দুবাইয়ে 'পাঠান' ছবির শুটিং দেখতেও হাজির তারা । টুক করে শুটিংয়ের ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন শাহরুখ-অনুরাগীরা ।

সেখানে ছবির অভিনেতা এবং স্টান্ট আর্টিস্টদের জোরকদমে অ্যাকশন দৃশ্যে শুট করতে দেখা যাচ্ছে । এক ঝলকে দেখলে মন হবে গাড়ির মাথায় উঠে শাহরুখই অ্যাকশন করছেন । তবে আদতে এই কঠিন দৃশ্য়গুলোতে অভিনয় করেন তাঁর বডি-ডাবলরা ।

নাম শুনেই বোঝা যাচ্ছে পুরোদমে অ্যাকশন ফিল্ম 'পাঠান' । তাই ছবিতে যে জোরালো অ্যাকশন সিকুয়েন্স থাকবে সেটাই স্বাভাবিক । তবে বেশিরভাগ অ্যাকশন দৃশ্যেই অভিনেতাদের হয়ে অভিনয় করবেন তাঁদের স্টান্টম্যানরা ।

শাহরুখের বিপরীতে 'পাঠান'-এ দেখা যাবে জন আব্রাহামকে । সম্ভবত তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন । আর দীপিকা পাড়ুকোন তো আছেনই । সব মিলিয়ে এক দারুণ প্রজেক্ট হতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ।

দুবাই : শাহরুখ খানের ফ্যান ছড়িয়ে রয়েছেন সারা বিশ্বে । দুবাইয়ে 'পাঠান' ছবির শুটিং দেখতেও হাজির তারা । টুক করে শুটিংয়ের ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন শাহরুখ-অনুরাগীরা ।

সেখানে ছবির অভিনেতা এবং স্টান্ট আর্টিস্টদের জোরকদমে অ্যাকশন দৃশ্যে শুট করতে দেখা যাচ্ছে । এক ঝলকে দেখলে মন হবে গাড়ির মাথায় উঠে শাহরুখই অ্যাকশন করছেন । তবে আদতে এই কঠিন দৃশ্য়গুলোতে অভিনয় করেন তাঁর বডি-ডাবলরা ।

নাম শুনেই বোঝা যাচ্ছে পুরোদমে অ্যাকশন ফিল্ম 'পাঠান' । তাই ছবিতে যে জোরালো অ্যাকশন সিকুয়েন্স থাকবে সেটাই স্বাভাবিক । তবে বেশিরভাগ অ্যাকশন দৃশ্যেই অভিনেতাদের হয়ে অভিনয় করবেন তাঁদের স্টান্টম্যানরা ।

শাহরুখের বিপরীতে 'পাঠান'-এ দেখা যাবে জন আব্রাহামকে । সম্ভবত তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন । আর দীপিকা পাড়ুকোন তো আছেনই । সব মিলিয়ে এক দারুণ প্রজেক্ট হতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.