দিল্লি : 27 বছরের কর্মজীবনে বহু পুরস্কার জিতেছেন শাহরুখ খান । বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে । বর্তমানে কিং খান অস্ট্রেলিয়ায় রয়েছেন । মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে অংশ নেবেন তিনি । সেখানেই লা ট্রোব ইউনিভার্সিটির তরফে 'অনরারি ডক্টর অফ লেটার্স' দিয়ে শাহরুখকে সম্মান জানানো হবে ।
দুঃস্থ শিশুদের সাহায্য করার জন্য ও মহিলাদের এমপাওয়ারমেন্টের জন্য তিনি MEER ফাউন্ডেশনের মাধ্যমে অনেক কাজ করেছেন । এছাড়াও ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে তাঁর কৃতিত্বের জন্য তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে ।
কিং খান তাঁর বাবা মীর তাজ মহম্মদ খানের নামানুসারে MEER ফাউন্ডেশন তৈরি করেছেন । সমাজের নিচু স্তরে ও মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে এই ফাউন্ডেশনটি ।
খবর পেয়ে আপ্লুত কিং খান । তিনি বলেন, "আমি লা ট্রবের মতো এক মহান বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মানিত হতে পেরে গর্বিত । ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে । এবং নারীদের সমতার বিষয়ে সমর্থনের জন্য চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ড রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের । অনরারি ডক্টরেট পেয়ে আমি ধন্য । আমার কাজগুলিকে এভাবে সনাক্ত করার জন্য আমি লা ট্রোবকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই ।"
9 অগাস্ট লা ট্রোবের মেলবোর্ন ক্যাম্পাস বানদুরাতে শাহরুখকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে । 10 তম IFFM 8 অগাস্ট থেকে 17 অগাস্ট পর্যন্ত চলবে ।
8 অগাস্ট কিং খান এই ফেস্টিভালের উদ্বোধন করবেন । তাঁর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন 'প্রিমিয়ার অফ ভিক্টোরিয়া' ড্যানিয়েল অ্যানড্রুজ় ও ফেস্টিভালের পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ ।
'দা লায়ন কিং'-র হিন্দি ভার্সনে লায়ন মুফাসার চরিত্রে ভয়েস দিচ্ছেন কিং খান । আর মুফাসার ছেলে সিম্বার চরিত্রে ভয়েস দিচ্ছে আরিয়ান খান । এই প্রথম কোনও প্রজেক্টে বাবা-ছেলে একসঙ্গে কাজ করছেন ।