মুম্বই : স্বপ্ন যাঁরা দেখে, তাঁরা ভালো। কিন্তু, সেই স্বপ্নগুলি যদি দিশা না পায় তাহলে তার মানে দাঁড়ায় না। আর এমনই দু'জন মানুষ শাহরুখের স্বপ্নকে দিশা দেখিয়েছেন। তাঁরা হলেন করণ জোহর ও আদিত্য চোপড়া।
শাহরুখ নিজের পোস্টে লেখেন, "স্বপ্ন যাঁরা দেখে, তাঁরা ভালো। কিন্তু, সেই স্বপ্নগুলি যদি দিশা না পায় তাহলে তার মানে দাঁড়ায় না। আর এমনই দু'জন আমার স্বপপূরণ করেছে। আদি ও করণ। কেন এসব লিখছি ? কারণ, তোমাদের জানা উচিৎ, স্বপ্নের চেয়েও যাঁরা স্বপ্নপূরণ করে তাঁরা বেশি গুরুত্বপূর্ণ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যশরাজ ফিল্মসের ব্যানারে একাধিক ছবিতে কাজ করেছেন শাহরুখ। বলা যেতে পারে, অধিকাংশ ছবিতেই শাহরুখ ছিলেন। এর মধ্যে কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলাহানিয়া লে জায়েঙ্গে সহ অন্য়ান্য় ছবি, আজও বক্লবাস্টার হিট।
শাহরুখকে শেষ দেখা গেছিল আনন্দ এল রাইয়ের 'জ়িরো'-তে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন-হেমা মালিনির 'সত্তে পে সত্তা'-র রিমেকে কাজ করতে পারেন বলিউড বাদশা।