মুম্বই : 1992 সাল । 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান । প্রথম ছবিতেই ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । শুটিংয়ের প্রথমদিনেই শাহরুখের মতো একজন প্রতিভাবান মানুষকে চিনে নিতে ভুল হয়নি ঋষির । শাহরুখের প্রশংসাও করেছিলেন তিনি । আর আজ এক ডাকে সবাই চেনে শাহরুখকে । তবে ঋষির আশীর্বাদের জন্যই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন কিং খান । ঋষির প্রয়াণে শোকপ্রকাশ করে স্মৃতিচারণা করেন তিনি ।
টুইট করে শাহরুখ লেখেন, "একজন যুবক হিসেবে সিনেমার মতো কঠিন দুনিয়ায় পা রেখেছিলাম । নিরাপত্তাহীনতায় ভুগতাম । ট্যালেন্ট না থাকার জন্য ভয় হত । ভাবতাম যদি ব্যর্থ হই । যদিও তখন ব্যর্থ হওয়ার কোনও অর্থই ছিল না । তবে মনে মনে ভাবতাম ব্যর্থ হলেই বা কি, আমি তো ঋষি সাহেবের মতো একজন সেরা অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছি ।"
এরপর শুরু হয় 'দিওয়ানা'-র শুটিং । প্রথমদিন শাহরুখের দৃশ্যের শুট চলছিল । আর শাহরুখের শুটিং শেষ হওয়ার অপেক্ষায় বসে ছিলেন ঋষি । প্যাক আপের পর হাসি হাসি মুখে শাহরুখকে তিনি বলেছিলেন, "বন্ধু তোমার মধ্যে অনেক এনার্জি আছে"। ঋষির মুখ থেকে এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন শাহরুখ । মনে মনে সেদিনই নিজেকে অভিনেতা বলে মেনে নিয়েছিলেন তিনি ।
-
Heartfelt condolences to the Kapoor khandaan. May Allah give you all the strength to deal with your loss. pic.twitter.com/GAZXPq3uRp
— Shah Rukh Khan (@iamsrk) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartfelt condolences to the Kapoor khandaan. May Allah give you all the strength to deal with your loss. pic.twitter.com/GAZXPq3uRp
— Shah Rukh Khan (@iamsrk) April 30, 2020Heartfelt condolences to the Kapoor khandaan. May Allah give you all the strength to deal with your loss. pic.twitter.com/GAZXPq3uRp
— Shah Rukh Khan (@iamsrk) April 30, 2020
শাহরুখ লেখেন, "কয়েকমাস আগে আমি ঋষির সঙ্গে দেখা করেছিলাম । আর ওই সিনেমায় আমাকে সুযোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছিলাম । আসলে তিনি নিজেও জানেন না যে তিনি কীভাবে আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন ।"
যখনই দেখা হত তখনই শাহরুখের মাথায় হাত রেখে কথা বলতেন ঋষি । এই বিষয়গুলি এখন খুবই মিস করবেন বলে জানিয়েছেন শাহরুখ । লেখেন, "আমি তাকে অনেক কিছুর জন্যই মিস করব । সবথেকে বেশি মিস করব আমার মাথায় তাঁর স্নেহের ছোঁয়াটা । যখনই দেখা হত মাথায় হাত রেখে কথা বলতেন । আর সেটাকে আশীর্বাদ হিসেবে আমি সব সময় মনের মধ্যে রেখে দেব । আজ আমি যা কিছু তা সম্ভব হয়েছে ওই আশীর্বাদের জন্যই ।"
এই পোস্টের পাশাপাশি 'দিওয়ানা'-র ছবিও শেয়ার করেন শাহরুখ । যেখানে একই ফ্রেমে দেখা গিয়েছে শাহরুখ ও ঋষি দু'জনকেই । 'দিওয়ানা' ছাড়াও 'জাদু' ও 'যব তক হ্যায় জান' ছবিতে ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ ।
গতকাল মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর । বয়স হয়েছিল 67 বছর । আর বুধবার মৃত্যু হয় ইরফান খানের । এই দুই অভিনেতার মৃত্যুতে বলিপাড়ায় এখন শুধুই বিষাদ ।