কলকাতা : 2019 সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে ওঠেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি । পাত্র ইন্ডাস্ট্রির কেউ নয়, এক বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজ়ার রোশন সিং । বেশ চলছিল তাঁদের সুখী দাম্পত্য । তবে হঠাৎই ছন্দপতন ।
শোনা যাচ্ছে শ্রাবন্তী আর রোশনের মধ্যে নাকি অশান্তি দানা বেঁধেছে । বিবাহবিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে ।
তবে শ্রাবন্তী শুনিয়েছেন অন্য কথা । তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, অশান্তি তো সব বাড়িতেই হয় । তিনি সেলেব্রিটি বলেই কি সবসময় তাঁকে নিয়ে গসিপ করতে হবে ? প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী ।
তাহলে রোশনের থেকে আলাদা রয়েছেন কেন তিনি ? এই প্রশ্নে অভিনেত্রী বলেন যে, রোশনের মা অসুস্থ বলে সে মায়ের সঙ্গে চণ্ডীগড়ে রয়েছে । আর এদিকে শ্রাবন্তী রয়েছেন মধ্যমগ্রামে, যেখানে একটি জিম তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর ।
তবে শ্রাবন্তীর এই কথা শুনে জল্পনা কমেনি । অভিনেত্রীর সোশাল মিডিয়া খুলে দেখা গেছে যে, রোশনের সঙ্গে একটিও ছবি নেই তাঁর । একই অবস্থা রোশনের সোশাল মিডিয়াতেও । সেখানেও শ্রাবন্তীর কোনও পাত্তা নেই । যদিও নামের জায়গায় এখনও নিজেকে 'শ্রাবন্তী সিং' বলেই পরিচয় দিয়েছেন অভিনেত্রী ।
সত্যিটা যা-ই হোক না কেন, আমরা শ্রাবন্তী-রোশনের সুখী দাম্পত্য কামনা করি ।