মুম্বই : দম বন্ধ হয়ে আসছিল । ঠিক করে নিশ্বাস নিতে পারছিলেন না । আর সেই কারণেই ইনস্টাগ্রাম থেকে বিরতি নিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি । নিজের 28 তম জন্মদিনের একটি পোস্ট বাদে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি । এমনকী, প্রোফাইল ফোটোর জায়গায় কালো রং করে দিয়েছেন ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হঠাৎই খবরের শিরোনামে উঠে আসেন সুরজ । সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই আকস্মিক মৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের । আর সেই দিশার সঙ্গেই সুরজের নাম জড়িয়ে একাধিক খবর ছড়িয়ে পড়তে শুরু করে সোশাল মিডিয়ায় ।
শোনা যায়, দিশার সঙ্গে নাকি সম্পর্ক ছিল সুরজের । সন্তানসম্ভবা ছিলেন দিশা । এদিকে গর্ভপাত করানোর জন্য দিশাকে জোর দিচ্ছিলেন তিনি । যদিও দিশা গর্ভপাতে রাজি ছিলেন না । সুশান্তের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় তাঁকে গোটা বিষয়টি জানান দিশা । এ বিষয়ে দিশাকে সমর্থন করেন সুশান্ত । তা নিয়েই নাকি সুশান্তের সঙ্গে সুরজের মনোমালিন্য শুরু হয় । এমনকী, দিশার মৃত্যুর সময় তাঁর ফ্ল্যাটেও উপস্থিত ছিলেন সুরজ । এই খবর ছড়িয়ে পড়ার পরই দিশার মৃত্যুর সঙ্গে সুরজের নাম জড়িয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করে ।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সুরজ । তিনি বলেন, "আমি দিশাকে চিনতাম না । জীবনে কখনও তাঁর সঙ্গে দেখা হয়নি । তাঁর মৃত্যুর কথা শুনেছিলাম । তাঁর সঙ্গে কোনওদিন কথাও বলিনি । তাঁকে কেমন দেখতে তাও জানতাম না ।" এত কিছুর পরও তাঁকে ট্রোলড করা শেষ হয়নি ।
ইনস্টাগ্রামে কোনও কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে ট্রোলিংয়ের শিকার হচ্ছিলেন সুরজ । আর সেই কারণেই খানিক বাধ্য হয়ে ইনস্টাগ্রাম থেকে বিরতি নিলেন অভিনেতা । বিরতি নেওয়ার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সুরজ লেখেন, "আবার দেখা হবে ইনস্টাগ্রাম ! কোনওদিন যদি মনে হয় পৃথিবীটা একটু ভাল জায়গায় পরিণত হয়েছে, তবে ফিরে আসব । নিশ্বাস নিতে চাই । দম বন্ধ হয়ে যাচ্ছে ।"
কয়েকদিন আগে সুরজের হয়ে এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন তাঁর মা জ়ারিনা ওয়াহাব । তিনি বলেন, "আমার হাসিও পাচ্ছে আবার খারাপও লাগছে । লকডাউনের মধ্যে মানুষের হাতে কত সময়, যে তাঁরা যে কারও বিষয়ে যে খুশি কথা বলে দিচ্ছেন । দিশার সঙ্গে সুরজের কোনও দিন দেখা হয়নি । আশাকরি সুশান্ত সুবিচার পাবে । এই ঘটনার সঙ্গে সুরজের কোনও যোগ নেই । ও নির্দোষ । সত্যিটা সামনে আসবেই ।"