মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হঠাৎই খবরের শিরোনামে উঠে আসেন সুরজ পাঞ্চোলি । সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই আকস্মিক মৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের । আর সেই দিশার সঙ্গেই সুরজের নাম জড়িয়ে একাধিক খবর ছড়িয়ে পড়তে শুরু করে সোশাল মিডিয়ায় । এর আগেও সেই সব খবরকে ভুয়ো বলে দাবি করেছিলেন অভিনেতা । এমনকী, সোশাল মিডিয়ায় প্রতিবাদও করেন । কিন্তু, তাতেও খুব একটা লাভ হয়নি । তাই এবার খানিকটা বিরক্ত হয়েই মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।
সুশান্তের মৃত্যুর ঠিক কয়েকদিন আগেই দিশার মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক অনুমান, বহুতলের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্ম্যহত্যা করেছেন দিশা । কিন্তু, কেন তিনি আত্মহত্যা করলেন, তা অবশ্য এখনও জানা যায়নি । এছাড়া তাঁর মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করে সোশাল মিডিয়ায় । এরই মধ্যে এই দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে যায় সুরজের নাম ।
শোনা যায়, দিশার সঙ্গে নাকি সম্পর্ক ছিল সুরজের । সন্তানসম্ভবা ছিলেন দিশা । আর সেই সন্তানের বাবা ছিলেন সুরজ । এদিকে গর্ভপাত করানোর জন্য দিশাকে জোর দিচ্ছিলেন তিনি । যদিও দিশা গর্ভপাতে রাজি ছিলেন না । সুশান্তের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় তাঁকে গোটা বিষয়টি জানান দিশা । এ বিষয়ে দিশাকে সমর্থন করেন সুশান্ত । তা নিয়েই নাকি সুশান্তের সঙ্গে সুরজের মনোমালিন্য শুরু হয় । এমনকী, দিশার মৃত্যুর সময় তাঁর ফ্ল্যাটেও উপস্থিত ছিলেন সুরজ । এই খবর ছড়িয়ে পড়ার পরই দিশার মৃত্যুর সঙ্গে সুরজের নাম জড়িয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করে ।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সুরজ । তিনি বলেন, "আমি দিশাকে চিনতাম না । জীবনে কখনও তাঁর সঙ্গে দেখা হয়নি । তাঁর মৃত্যুর কথা শুনেছিলাম । তাঁর সঙ্গে কোনওদিন কথাও বলিনি । তাঁকে কেমন দেখতে তাও জানতাম না ।"
অভিযোগ অস্বীকার করার পরও অবশ্য খুব একটা লাভ হয়নি । এরপর খানিক বিরক্ত হয়েই এবার পুলিশের দ্বারস্থ হলেন সুরজ । ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, "এই ধরনের ভুয়ো খবর রটানোর অভিযোগ তুলে কয়েকটি মিডিয়া হাউজ়, ইউটিউবার ও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুরজ । এই ভুয়ো খবরের জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন । তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণ দেখানোর দাবি জানিয়েছেন অভিনেতা ।"