ETV Bharat / sitara

দেওয়াল জুড়ে রং তুলির ক্যানভাসে সোনু, শেয়ার করে কী আবদার করলেন অভিনেতা ? - a wall painting

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেওয়াল জুড়ে সোনু সুদের মুখ আঁকা বিশাল ছবি । তা দেখে মুগ্ধ সোনু সুদও । নিজের সোশ্যাল মিডিয়া আ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে রাখলেন বিশেষ আবদার ।

ভক্তদের আঁকা বিশাল ওয়াল পেন্টিং শেয়ার করে বিশেষ আবদার সনুর
ভক্তদের আঁকা বিশাল ওয়াল পেন্টিং শেয়ার করে বিশেষ আবদার সনুর
author img

By

Published : Jun 20, 2021, 9:04 AM IST

Updated : Jun 20, 2021, 9:50 AM IST

মুম্বই, ২০জুন: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" কথাটি প্রমাণ করে দিয়েছেন অভিনেতা সোনু সুদ । গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার লাগামহীন তাঁর যাত্রা আজও বর্তমান । যে কোনো অসহায় মানুষের আর্তির খবর তাঁর কানে পোছালেই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় মসিহা । এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভক্তদের সমস্ত সুবিধা অসুবিধা এবং আবদার রাখার চেষ্টা করেন তিনি । এমনকি ভক্তদের তাঁর প্রতি ভালোবাসা এবং সম্মানের মানও রাখেন গরিবের ভগবান । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের মুখ আঁকা এক বিশাল ওয়াল পেন্টিং । তাঁর সামনে দাঁড়িয়ে আছে এক কিশোর এবং এক যুবক । রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে মসিহার মুখ ।

এই ছবি দেখে মুগ্ধ খোদ সোনু সুদ । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেন সোনু । টুইটারে লেখেন "আমিও এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাই "। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে অভিনেতা একটি ছবি শেয়ার করে লেখেন " ভেঙ্কটেশ, এই ছেলেটি হায়দরাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এসেছে আমার সাথে দেখা করার জন্য । এমনকি আমার কোনো সাহায্যও করতে দেয়নি । আমি ভক্তকের সম্মান করি কিন্তু এই ধরণের কাজকে উৎসাহ দিতে চাই না । সবাইকেই আমি খুব ভালবাসি চাইব না তাঁরা কোনও বিপদে পড়ুক ৷ "

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আর তাতে অক্সিজেনের হাহাকার । আর তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে উঠে পড়ে লেগেছেন অভিনেতা । তিনি জানিয়েছেন দেশের ১৮ টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ করবেন । খুব শীঘ্রই কাজ শেষ হবে বলেও জানিয়েছেন ।

মুম্বই, ২০জুন: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" কথাটি প্রমাণ করে দিয়েছেন অভিনেতা সোনু সুদ । গত বছর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার লাগামহীন তাঁর যাত্রা আজও বর্তমান । যে কোনো অসহায় মানুষের আর্তির খবর তাঁর কানে পোছালেই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় মসিহা । এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভক্তদের সমস্ত সুবিধা অসুবিধা এবং আবদার রাখার চেষ্টা করেন তিনি । এমনকি ভক্তদের তাঁর প্রতি ভালোবাসা এবং সম্মানের মানও রাখেন গরিবের ভগবান । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের মুখ আঁকা এক বিশাল ওয়াল পেন্টিং । তাঁর সামনে দাঁড়িয়ে আছে এক কিশোর এবং এক যুবক । রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে মসিহার মুখ ।

এই ছবি দেখে মুগ্ধ খোদ সোনু সুদ । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেন সোনু । টুইটারে লেখেন "আমিও এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাই "। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে অভিনেতা একটি ছবি শেয়ার করে লেখেন " ভেঙ্কটেশ, এই ছেলেটি হায়দরাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এসেছে আমার সাথে দেখা করার জন্য । এমনকি আমার কোনো সাহায্যও করতে দেয়নি । আমি ভক্তকের সম্মান করি কিন্তু এই ধরণের কাজকে উৎসাহ দিতে চাই না । সবাইকেই আমি খুব ভালবাসি চাইব না তাঁরা কোনও বিপদে পড়ুক ৷ "

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আর তাতে অক্সিজেনের হাহাকার । আর তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে উঠে পড়ে লেগেছেন অভিনেতা । তিনি জানিয়েছেন দেশের ১৮ টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ করবেন । খুব শীঘ্রই কাজ শেষ হবে বলেও জানিয়েছেন ।

Last Updated : Jun 20, 2021, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.