ETV Bharat / sitara

কেন পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছিলেন সোনু ? - migrants walking on road haunted Sonu

সোনু বলেন, "লকডাউনের সময় যখন আমি পরিযায়ী শ্রমিকদের কয়েকশো মাইল পথ হেঁটে বাড়ি ফিরতে দেখেছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল । ওই বিষয়টা আমি মেনে নিতে পারিনি । এটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল । তাই তখনই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যাই ।"

asd
asd
author img

By

Published : Dec 31, 2020, 3:33 PM IST

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পর সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । সেই সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । তখন বাস, ট্রেন ও বিমানে তাঁদের ফেরার ব্যবস্থা করেছিলেন সোনু সুদ । শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশ থেকেও একাধিক পড়ুয়াকে দেশে ফিরতে সাহায্য করেছিলেন । আর এভাবেই সবার মন জিতে নিয়েছেন তিনি । কিন্তু, হঠাৎ কেন সবাইকে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছিলেন ?

সম্প্রতি এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে সোনু বলেন, "লকডাউনের সময় যখন আমি পরিযায়ী শ্রমিকদের কয়েকশো মাইল পথ হেঁটে বাড়ি ফিরতে দেখেছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল । ওই বিষয়টা আমি মেনে নিতে পারিনি । এমনকী, ওই সময় তাঁদের ফেরার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি । এটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল । তাই তখনই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যাই ।"

তিনি আরও বলেন, "যখন পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে শুরু করেছিলাম তখন ভাবিনি যে পুরস্কার জিতব । ছোটো থেকেই বাবা-মায়ের থেকে অসহায় মানুষকে সাহায্য করার শিক্ষা পেয়েছি । লকডাউনের সময় শুধু সেটাকে কাজে লাগিয়েছিলাম । আমি সব সময় অসহায় মানুষদের সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করি ।"

তবে শুধু পরিযায়ী শ্রমিকদের সাহায্য করাই নয় । কখনও অনলাইল ক্লাসের জন্য পড়ুয়াদের সাহায্য করা । আবার কারও চিকিৎসার খরচ দেওয়া তো কখনও ছেলেকে তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে দেওয়া । এইসব কাজের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন সোনু । আর এই ধরনের মানবিক কাজের জন্য 'পারসোনালিটি অফ দা ইয়ার'-এর সম্মান দেওয়া হয় তাঁকে ।

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পর সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । সেই সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । তখন বাস, ট্রেন ও বিমানে তাঁদের ফেরার ব্যবস্থা করেছিলেন সোনু সুদ । শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশ থেকেও একাধিক পড়ুয়াকে দেশে ফিরতে সাহায্য করেছিলেন । আর এভাবেই সবার মন জিতে নিয়েছেন তিনি । কিন্তু, হঠাৎ কেন সবাইকে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছিলেন ?

সম্প্রতি এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে সোনু বলেন, "লকডাউনের সময় যখন আমি পরিযায়ী শ্রমিকদের কয়েকশো মাইল পথ হেঁটে বাড়ি ফিরতে দেখেছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল । ওই বিষয়টা আমি মেনে নিতে পারিনি । এমনকী, ওই সময় তাঁদের ফেরার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি । এটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল । তাই তখনই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যাই ।"

তিনি আরও বলেন, "যখন পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে শুরু করেছিলাম তখন ভাবিনি যে পুরস্কার জিতব । ছোটো থেকেই বাবা-মায়ের থেকে অসহায় মানুষকে সাহায্য করার শিক্ষা পেয়েছি । লকডাউনের সময় শুধু সেটাকে কাজে লাগিয়েছিলাম । আমি সব সময় অসহায় মানুষদের সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করি ।"

তবে শুধু পরিযায়ী শ্রমিকদের সাহায্য করাই নয় । কখনও অনলাইল ক্লাসের জন্য পড়ুয়াদের সাহায্য করা । আবার কারও চিকিৎসার খরচ দেওয়া তো কখনও ছেলেকে তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে দেওয়া । এইসব কাজের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন সোনু । আর এই ধরনের মানবিক কাজের জন্য 'পারসোনালিটি অফ দা ইয়ার'-এর সম্মান দেওয়া হয় তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.