ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় মানবিক সোনু, খুলে দিলেন হোটেলের দরজা

কোরোনা মোকাবিলায় বাকি বলিউড তারকাদের মতো মানবিক সোনু সুদও । জুহুতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ।

sonu sood helps the doctor
sonu sood helps the doctor
author img

By

Published : Apr 9, 2020, 7:10 PM IST

মুম্বই : দেশজুড়ে যে সমস্ত ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা করছেন, নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ । জুহুতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সোনু জানিয়েছেন, "এই কঠিন সময় দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল হিরো, যাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সমর্থন করা উচিত । জুহুতে আমার হোটেলের দরজা খুলে দিলাম এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ।"

sonu sood helps the doctor
সোনু..

PTI-কে অভিনেতা জানিয়েছেন, "এই সমস্ত ডাক্তার,নার্স আর প্যারামেডিকেল স্টাফেদের জন্য কিছু করতে পেরে আমি ধন্য । আমার হোটেলের দরজা খুলে দিতে পেরে ভালো লাগছে, ওঁরাই আমাদের রিয়েল লাইফ হিরো ।"

দেখে নিন সোনু সুদের ইনস্টাগ্রাম পোস্ট...

মুম্বই : দেশজুড়ে যে সমস্ত ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা করছেন, নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ । জুহুতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সোনু জানিয়েছেন, "এই কঠিন সময় দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল হিরো, যাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সমর্থন করা উচিত । জুহুতে আমার হোটেলের দরজা খুলে দিলাম এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ।"

sonu sood helps the doctor
সোনু..

PTI-কে অভিনেতা জানিয়েছেন, "এই সমস্ত ডাক্তার,নার্স আর প্যারামেডিকেল স্টাফেদের জন্য কিছু করতে পেরে আমি ধন্য । আমার হোটেলের দরজা খুলে দিতে পেরে ভালো লাগছে, ওঁরাই আমাদের রিয়েল লাইফ হিরো ।"

দেখে নিন সোনু সুদের ইনস্টাগ্রাম পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.