ETV Bharat / sitara

করোনা মোকাবিলায় ফ্রান্স থেকে ভারতে অক্সিজেন প্লান্ট আনছেন সোনু সুদ - করোনা

সোনু সুদ জানিয়েছেন, অক্সিজেনের অভাবে বহু মানুষকে আমরা ভুগতে দেখেছি ৷ এখন আমাদের কাছে অক্সিজেন আছে ৷ এবং আমরা ইতিমধ্যেই তা মানুষকে দিতে শুরু করছে ৷ এই অক্সিজেন প্লান্ট থেকে যে শুধুমাত্র হাসপাতলগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে তাই নয়, খালি অক্সিজেন সিলিন্ডার ভর্তিও করা হবে এখানে ৷

সোনু সুদ
সোনু সুদ
author img

By

Published : May 11, 2021, 11:17 AM IST

নয়া দিল্লি, 11মে: ভারতের নানা প্রান্তে বসানোর জন্য ফ্রান্স এবং অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্লান্ট আমদানি করছেন বলিউড অভিনেতা সোনু সুদ ৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লি এবং মহারাষ্ট্র সহ কমপক্ষে 4টি প্লান্ট বসানোর পরিকল্পানা করেছেন সোনু ৷

সোনু সুদ জানিয়েছেন, অক্সিজেনের অভাবে বহু মানুষকে আমরা ভুগতে দেখেছি ৷ এখন আমাদের কাছে অক্সিজেন আছে ৷ এবং আমরা ইতিমধ্যেই তা মানুষকে দিতে শুরু করছে ৷ এই অক্সিজেন প্লান্ট থেকে যে শুধুমাত্র হাসপাতলগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে তাই নয়, খালি অক্সিজেন সিলিন্ডার ভর্তিও করা হবে এখানে ৷

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রথম অক্সিজেন প্লান্টের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এবং তা 10 থেকে 12 দিনের মধ্যে ফ্রান্স থেকে ভারতে এসে পৌছাবে ৷ সোনু বলেন, "এখন আমাদের লড়াই সময়ের সঙ্গে ৷ আমরা যথাসাধ্য চেষ্টা করছি সময়মতো সব কাজ করতে যাতে আর কারোর মৃত্যু না হয় ৷"

করোনার দ্বিতীয় ঢেউতে বহু মানুষ আক্রান্ত হয়েছে ৷ এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে ৷ করোনা পরিস্থিতিতে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা , অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যা বন্দোবস্ত করলেন হুমা কুরেশি

ইতিমধ্যেই যশরাজ ফিল্মস হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব কর্মচারীরে রোজ কাজ করেন তাঁদের টিকাকরণরে ব্যবস্থা করেছে ৷ এছাড়া দিনমজুরদের আর্থিক সহায়তার জন্য 'সাথী' নামের প্রকল্প শুরু করেছে যশরাজ ফিল্মস ৷

নয়া দিল্লি, 11মে: ভারতের নানা প্রান্তে বসানোর জন্য ফ্রান্স এবং অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্লান্ট আমদানি করছেন বলিউড অভিনেতা সোনু সুদ ৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লি এবং মহারাষ্ট্র সহ কমপক্ষে 4টি প্লান্ট বসানোর পরিকল্পানা করেছেন সোনু ৷

সোনু সুদ জানিয়েছেন, অক্সিজেনের অভাবে বহু মানুষকে আমরা ভুগতে দেখেছি ৷ এখন আমাদের কাছে অক্সিজেন আছে ৷ এবং আমরা ইতিমধ্যেই তা মানুষকে দিতে শুরু করছে ৷ এই অক্সিজেন প্লান্ট থেকে যে শুধুমাত্র হাসপাতলগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে তাই নয়, খালি অক্সিজেন সিলিন্ডার ভর্তিও করা হবে এখানে ৷

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রথম অক্সিজেন প্লান্টের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এবং তা 10 থেকে 12 দিনের মধ্যে ফ্রান্স থেকে ভারতে এসে পৌছাবে ৷ সোনু বলেন, "এখন আমাদের লড়াই সময়ের সঙ্গে ৷ আমরা যথাসাধ্য চেষ্টা করছি সময়মতো সব কাজ করতে যাতে আর কারোর মৃত্যু না হয় ৷"

করোনার দ্বিতীয় ঢেউতে বহু মানুষ আক্রান্ত হয়েছে ৷ এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে ৷ করোনা পরিস্থিতিতে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা , অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যা বন্দোবস্ত করলেন হুমা কুরেশি

ইতিমধ্যেই যশরাজ ফিল্মস হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব কর্মচারীরে রোজ কাজ করেন তাঁদের টিকাকরণরে ব্যবস্থা করেছে ৷ এছাড়া দিনমজুরদের আর্থিক সহায়তার জন্য 'সাথী' নামের প্রকল্প শুরু করেছে যশরাজ ফিল্মস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.