লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে সোনু নিগম । সেখানে গিয়ে অযোধ্যার রাম মন্দির দর্শন করলেন গায়ক । শুধু তাই নয়, একেবারে পৌঁছে গেলেন উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি ।
সোনু বলেন, "যোগী আদিত্যনাথ একজন ডায়নামিক লিডার । খুব দূরদর্শী উনি । লক্ষ্ণৌতে এসে রাম মন্দির দর্শনের সৌভাগ্য হয়েছে আমার । আগামীকাল কাশী বিশ্বনাথ দর্শনেও যাব ।"
আদিত্যনাথের সঙ্গে দেখা করে কী বললেন সোনু ? গায়ক জানালেন, "আমি ওঁকে বললাম যে, ওঁর ভাবনা এবং দর্শন এই দেশের জন্য উপযোগী । এই দেশের উন্নয়ণে সবাইকে পথ দেখানো উচিত ওঁর ।"
সোনু নিগমের আতিথেয়তায় কোনও খামতি রাখলেন না আদিত্যনাথও । প্রধানমন্ত্রীর সদ্য লঞ্চ করা একটি কয়েন এবং কুম্ভ মেলার উপর লেখা একটি বই উপহার দিলেন তিনি গায়ককে ।
দেখে নিন ছবি...
-
Singer Sonu Nigam met Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at the latter's residence, today in Lucknow. pic.twitter.com/r2fd8um2y0
— ANI UP (@ANINewsUP) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Singer Sonu Nigam met Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at the latter's residence, today in Lucknow. pic.twitter.com/r2fd8um2y0
— ANI UP (@ANINewsUP) January 25, 2021Singer Sonu Nigam met Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at the latter's residence, today in Lucknow. pic.twitter.com/r2fd8um2y0
— ANI UP (@ANINewsUP) January 25, 2021
তবে এই সাক্ষাৎতের পিছনে কোনও রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা জানা যায়নি ।