ETV Bharat / sitara

Sonu Nigam: 48-এ সোনু নিগম, তাঁর গানেই হোক বার্থ ডে সেলিব্রেশন - সোনু নিগমের গান

আজ 48-এ পড়লেন গায়ক সোনু নিগম (Sonu Nigam) ৷ তাঁর জন্মদিনে ফিরে দেখব তাঁরই বেশ কয়েকটি গান, যা দোলা লাগিয়েছে সঙ্গীতপ্রেমীদের মনে ৷

Sonu Nigam Birthday: singer's birthday celebration with his melodious songs
48-এ সোনু নিগম, তাঁর গানেই হোক বার্থ ডে সেলিব্রেশন
author img

By

Published : Jul 30, 2021, 12:55 PM IST

Updated : Jul 30, 2021, 1:10 PM IST

কলকাতা, 30 জুলাই : সেই কৈশোর থেকে গান গাওয়া শুরু ৷ তারপর বয়স যত বেড়েছে ততই মধুর হয়েছে তাঁর কণ্ঠ ৷ পরতে পরতে মেলোডি আর অনবদ্য গায়কীই তাঁর ইউএসপি ৷ সোনু নিগম (Sonu Nigam) ৷ আজ 48-এ পড়লেন এই গায়ক ৷ জন্মদিনে ফিরে দেখব তাঁর বাছাই করা কয়েকটি গান, যা দোলা লাগিয়েছে সঙ্গীতপ্রেমীদের মনে ৷

1995 সালে 'বেওয়াফা সনম' ও 'বরসাত' গানদুটিতে সোনুর একেবারে অন্য মেজাজের গায়কী নজর কাড়ে শ্রোতাদের ৷ তবে সোনু নিগম সোনু নিগম হয়েছেন নব্বইয়ের দশকের শেষের দিকে ৷ বিশেষত 1997 সাল থেকে ৷ তারপর থেকে সঙ্গীতকে একটা আলাদা মাত্রা দিয়েছেন সোনু ৷ তাঁর কেরিয়ারকে প্রথম বড় সাফল্য এনে দেয় বর্ডারের 'সন্দেশে আতে হ্যায়'৷ তখন সোনুর বয়স মাত্র 24 ৷ 1971 সালের যুদ্ধের আবহে তৈরি ফিল্মে ট্রেডমার্ক হয়ে গিয়েছে এই গান ৷ আশা, আকাঙ্ক্ষা, হৃদয়ভাঙা - একটি গানে নানা এক্সপ্রেশন ফুটিয়ে তুলেছেন গায়ক ৷

এরপর 2000 সালে রেফিউজিতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গান উপহার দেন সোনু ৷ তখন সবার মুখে মুখে ঘুরত 'অ্যায়সা লাগতা হ্যায়'৷ মুসলিম নায়িকার সঙ্গে শরণার্থী নায়কের প্রেমের কাহিনি ছবির মিউজিকের মতোই সমান জনপ্রিয় হয়েছিল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন

সে বছরই হর দিল যো পেয়ার করেগা ফিল্মে দারুণ হিট করে সোনুর 'আতে যাতে যো মিলতে হ্যায়' গানটি ৷ সলমন খান, রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিন্টার ফিল্মে অনু মালিকের সুরে সোনুর গায়কীকে সাদরে গ্রহণ করেছিলেন শ্রোতারা ৷

সোনু নিগমের কালজয়ী গান হল 2002 সালে সাথিয়ার টাইটেল ট্র্যাক ৷ এআর রহমানের সুরের জাদুতে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন গায়ক ৷

পরের বছরই শাহরুখ খানের কাল হো না হো-র টাইটেল ট্র্যাক সোনু নিগমের আর এক কালজয়ী গান ৷ 18 বছর আগের সেই গানের নেশায় এখনও বুঁদ হয়ে থাকেন সঙ্গীতপ্রেমীরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

2004 সালে মুঝসে দোস্তি করোগি ফিল্মে 'জিনে কে হ্যায় চার দিন' পূর্ণ এনার্জিতে ভরা একটি গান ৷ এই গান বাজতে শুরু করলে এখনও কোমর দুলে ওঠে তরুণ প্রজন্মের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এ রকম আরও রয়েছে ৷ সোনুর কণ্ঠের মাধুর্য আজও অটুট, অমলিন ৷ এখন তাঁকে সঙ্গত করছে তাঁর ছোট্ট সন্তান ৷ সেও বাবার মতোই গায়ক হওয়ার আশা জাগাচ্ছে ৷ আমাদের তরফে সোনু নিগমের জন্য রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ৷

কলকাতা, 30 জুলাই : সেই কৈশোর থেকে গান গাওয়া শুরু ৷ তারপর বয়স যত বেড়েছে ততই মধুর হয়েছে তাঁর কণ্ঠ ৷ পরতে পরতে মেলোডি আর অনবদ্য গায়কীই তাঁর ইউএসপি ৷ সোনু নিগম (Sonu Nigam) ৷ আজ 48-এ পড়লেন এই গায়ক ৷ জন্মদিনে ফিরে দেখব তাঁর বাছাই করা কয়েকটি গান, যা দোলা লাগিয়েছে সঙ্গীতপ্রেমীদের মনে ৷

1995 সালে 'বেওয়াফা সনম' ও 'বরসাত' গানদুটিতে সোনুর একেবারে অন্য মেজাজের গায়কী নজর কাড়ে শ্রোতাদের ৷ তবে সোনু নিগম সোনু নিগম হয়েছেন নব্বইয়ের দশকের শেষের দিকে ৷ বিশেষত 1997 সাল থেকে ৷ তারপর থেকে সঙ্গীতকে একটা আলাদা মাত্রা দিয়েছেন সোনু ৷ তাঁর কেরিয়ারকে প্রথম বড় সাফল্য এনে দেয় বর্ডারের 'সন্দেশে আতে হ্যায়'৷ তখন সোনুর বয়স মাত্র 24 ৷ 1971 সালের যুদ্ধের আবহে তৈরি ফিল্মে ট্রেডমার্ক হয়ে গিয়েছে এই গান ৷ আশা, আকাঙ্ক্ষা, হৃদয়ভাঙা - একটি গানে নানা এক্সপ্রেশন ফুটিয়ে তুলেছেন গায়ক ৷

এরপর 2000 সালে রেফিউজিতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গান উপহার দেন সোনু ৷ তখন সবার মুখে মুখে ঘুরত 'অ্যায়সা লাগতা হ্যায়'৷ মুসলিম নায়িকার সঙ্গে শরণার্থী নায়কের প্রেমের কাহিনি ছবির মিউজিকের মতোই সমান জনপ্রিয় হয়েছিল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন

সে বছরই হর দিল যো পেয়ার করেগা ফিল্মে দারুণ হিট করে সোনুর 'আতে যাতে যো মিলতে হ্যায়' গানটি ৷ সলমন খান, রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিন্টার ফিল্মে অনু মালিকের সুরে সোনুর গায়কীকে সাদরে গ্রহণ করেছিলেন শ্রোতারা ৷

সোনু নিগমের কালজয়ী গান হল 2002 সালে সাথিয়ার টাইটেল ট্র্যাক ৷ এআর রহমানের সুরের জাদুতে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন গায়ক ৷

পরের বছরই শাহরুখ খানের কাল হো না হো-র টাইটেল ট্র্যাক সোনু নিগমের আর এক কালজয়ী গান ৷ 18 বছর আগের সেই গানের নেশায় এখনও বুঁদ হয়ে থাকেন সঙ্গীতপ্রেমীরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

2004 সালে মুঝসে দোস্তি করোগি ফিল্মে 'জিনে কে হ্যায় চার দিন' পূর্ণ এনার্জিতে ভরা একটি গান ৷ এই গান বাজতে শুরু করলে এখনও কোমর দুলে ওঠে তরুণ প্রজন্মের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এ রকম আরও রয়েছে ৷ সোনুর কণ্ঠের মাধুর্য আজও অটুট, অমলিন ৷ এখন তাঁকে সঙ্গত করছে তাঁর ছোট্ট সন্তান ৷ সেও বাবার মতোই গায়ক হওয়ার আশা জাগাচ্ছে ৷ আমাদের তরফে সোনু নিগমের জন্য রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ৷

Last Updated : Jul 30, 2021, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.