মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে নেপোটিজ়ম বিতর্ক । পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধেও নেপোটিজ়ম নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল । এমনকী, সুশান্তের রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশের ঘনিষ্ঠতার কথাও সামনে আসে । যার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি । অভিনেতার মৃত্যুর জন্যও দায়ি করা হয়েছিল তাঁকে । যদিও এই অভিযোগ মিথ্যে বলে জানালেন মহেশের স্ত্রী সোনি রাজদান । এই পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়ালেন তিনি ।
টুইটারে এক ব্যক্তি সোনি রাজদানকে ট্যাগ করে লেখেন, “আসল সমস্যা লুকিয়ে রয়েছে স্বজনপোষণে । আপনার তথাকথিত স্বামী এবং আপনার মেয়ের গডফাদার করণ জোহার স্বজনপোষণের ধ্বজাধারী ।"
যদিও এই অভিযোগকে মিথ্যে বলে জানিয়েছেন সোনি । এর বিরুদ্ধে টুইটারে সরব হতে দেখা গিয়েছে তাঁকে । তিনি লেখেন, "আপনার কাছে যে তথ্যগুলি রয়েছে তা সম্পূর্ণ ভুল । আমার স্বামী এই ইন্ডাস্ট্রিতে এত বহিরাগত শিল্পীদের সুযোগ দিয়েছে যা বলিউডের কোনও প্রযোজক-পরিচালক দেননি । একটা সময় ছিল যখন তিনি দীর্ঘকাল কোনও তারকাদের সঙ্গে কাজ করেননি । যার জেরে তাঁকে এও শুনতে হয় যে তিনি তারকাদের সঙ্গে কাজ করতে নারাজ । আগে গোটা বিষয়টা জানুন তারপর মন্তব্য করুন ।"
-
The real issue is nepotism...and your so called husband is flag bearer and so is god father of your daughter @karanjohar
— parveen (@kaliaparveen) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The real issue is nepotism...and your so called husband is flag bearer and so is god father of your daughter @karanjohar
— parveen (@kaliaparveen) July 7, 2020The real issue is nepotism...and your so called husband is flag bearer and so is god father of your daughter @karanjohar
— parveen (@kaliaparveen) July 7, 2020
কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পূজা ভাটকেও । যদিও সম্প্রতি সেই সমালোচনার কড়া জবাব দেন পূজা । তিনি লেখেন, "বহুল চর্চিত নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করতে বলা হয়েছে । ইন্ডাস্ট্রির অন্য সবার চেয়ে অনেক প্রতিভাবান অভিনয় শিল্পী, মিউজ়িশিয়ন ও টেকশিয়নকে সুযোগ দিয়েছে এমন একটি পরিবারে বেড়ে ওঠায় বিষয়টিতে আমি শুধু হাসতে পারি । সত্য মেনে নেওয়ার কেউ নেই, কিন্তু মিথ্যা অনেকেই মেনে নেয় ।"