মুম্বই : প্যান্ডেমিকের সময় সোশাল মিডিয়াই মানুষের মধ্যে দূরত্ব ঘোচাচ্ছে । সোশাল মিডিয়ার মাধ্যমেই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে মানুষজন । সামাজিক দূরত্ব যেমন বেড়েছে, তেমনই কমেছে সামজিক মাধ্যমের দূরত্ব । অনিল কাপুরের জন্মদিনে তাই সোশাল মিডিয়াতেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ।
কী লিখলেন সোনম ? তিনি লিখেছেন, "হ্যাপি হ্যাপি বার্থডে ড্যাডি । তুমি সবচেয়ে পজ়িটিভ, দয়ালু এবং উদার মনের মানুষ । তোমার সমস্ত গুণ নিজেদের মধ্যে পেয়ে আমরা ধন্য ।"
স্বামীর সঙ্গে এখন লন্ডনে রয়েছেন সোনম । তাই জন্মদিনে বাবার কাছে আসা হয়নি তাঁর । মন খারাপ নিয়েই অভিনেত্রী বললেন, "আমি তোমায় খুব মিস করছি । নতুন বছরে দেখা করার জন্য তর সইছে না আমার ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অনিল নিজেও মুম্বইতে নেই । চণ্ডীগড়ে তিনি আপাতত ব্যস্ত 'যুগ যুগ জিও'-র শুটিং নিয়ে । শুটিংয়ের ফ্লোরেই তাঁর জন্মদিনের সেলিব্রেশন হয়েছে ।