ETV Bharat / sitara

Sonam Kapoor Reacts to Hijab Row: পাগড়ি পছন্দের বিষয় হলে হিজাব নয় কেন : প্রশ্ন অনিল-কন্যা সোনমের - Sonam Kapoor Reactions on the Hijab Row

পাগড়ি যদি একজন মানুষের পছন্দ হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন? হিজাব বিতর্কে প্রশ্ন অনিল-কন্যা সোনমের (Sonam Kapoor Shares her thoughts on the Hijab Row) ৷

Sonam Kapoor Reacts to Hijab Row
পাগড়ি পছন্দের বিষয় হলে হিজাব নয় কেন :প্রশ্ন অনিল কন্যা সোনমের
author img

By

Published : Feb 11, 2022, 5:41 PM IST

বেঙ্গালুরু,11 ফেব্রুয়ারি : দেশজুড়ে এই মুহূর্তে রীতিমত সাড়া ফেলেছে হিজাব বিতর্ক ৷ কর্নাটক সরকারের নির্দেশ এবং তৎপরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মিলিয়ে ক্রমশ জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠছে এই গোটা ঘটনাটি ৷ আপাতত পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ হিজাব পরে মেয়েদের কলেজ আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক বলিউডকেও ভাগ করে দিয়েছে দু‘ভাগে ৷ একদিকে যেমন কঙ্গনা রানওয়াত বলছেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ "

তেমনি আবার এর একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে কথা বলছেন শাবানা আজমি, জাভেদ আখতাররা ৷ এবার এই প্রসঙ্গে জাভেদ, শাবানাদের পাশেই দাঁড়ালেন অনিল কাপুরের কন্য়া সোনম কাপুরও (Sonam Kapoor Reactions on the Hijab Row) ৷ জাভেদের স্পষ্ট বক্তব্য় ছিল, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..." একইভাবে কঙ্গনার বক্তব্যের তীব্র বিরোধিতা করে শাবানা লিখেছিলেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"

আরও পড়ুন: হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত শাবানার

এবার ইনস্টাগ্রামের মাধ্যমে এপ্রসঙ্গে মুখ খুললেন অনিল-কন্যা সোনম ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একদিকে একজন পাগড়ি পরিহিত শিখ এবং অন্যদিকে একজন হিজাব পরিহিত মুসলিম মহিলার ছবি শেয়ার করেছেন তিনি ৷ তাঁর স্পষ্ট প্রশ্ন, পাগড়ি যদি ইচ্ছানুযায়ী পরা যায় বা একজন মানুষের পছন্দের বিষয় হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন?

বেঙ্গালুরু,11 ফেব্রুয়ারি : দেশজুড়ে এই মুহূর্তে রীতিমত সাড়া ফেলেছে হিজাব বিতর্ক ৷ কর্নাটক সরকারের নির্দেশ এবং তৎপরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মিলিয়ে ক্রমশ জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠছে এই গোটা ঘটনাটি ৷ আপাতত পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ হিজাব পরে মেয়েদের কলেজ আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক বলিউডকেও ভাগ করে দিয়েছে দু‘ভাগে ৷ একদিকে যেমন কঙ্গনা রানওয়াত বলছেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ "

তেমনি আবার এর একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে কথা বলছেন শাবানা আজমি, জাভেদ আখতাররা ৷ এবার এই প্রসঙ্গে জাভেদ, শাবানাদের পাশেই দাঁড়ালেন অনিল কাপুরের কন্য়া সোনম কাপুরও (Sonam Kapoor Reactions on the Hijab Row) ৷ জাভেদের স্পষ্ট বক্তব্য় ছিল, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..." একইভাবে কঙ্গনার বক্তব্যের তীব্র বিরোধিতা করে শাবানা লিখেছিলেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"

আরও পড়ুন: হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত শাবানার

এবার ইনস্টাগ্রামের মাধ্যমে এপ্রসঙ্গে মুখ খুললেন অনিল-কন্যা সোনম ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একদিকে একজন পাগড়ি পরিহিত শিখ এবং অন্যদিকে একজন হিজাব পরিহিত মুসলিম মহিলার ছবি শেয়ার করেছেন তিনি ৷ তাঁর স্পষ্ট প্রশ্ন, পাগড়ি যদি ইচ্ছানুযায়ী পরা যায় বা একজন মানুষের পছন্দের বিষয় হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.