ETV Bharat / sitara

কোয়ারান্টিন শেষ হতেই জিমে হাজির সোনম - সোনম কাপুরের খবর

দীর্ঘদিন বাড়িতে কোয়ারান্টিনে থেকে অবশেষে ছাড়া পেলেন সোনম কাপুর । আর পেয়েই প্রথমে জিমে হাজির হলেন ওয়ার্কআউট করতে ।

Sonam Kapoor hits the gym
Sonam Kapoor hits the gym
author img

By

Published : Jul 28, 2020, 6:50 AM IST

লন্ডন : কয়েকদিন আগে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর । তিনি আর তাঁর স্বামী আনন্দ এখন সেখানেই আছেন । এতদিন 14 দিনের কোয়ারান্টিনে ছিলেন তাঁরা, এই প্রথম বাইরে বেরোলেন সোনম ।

আর বাইরে বেরিয়েই প্রথম জিমে পৌঁছলেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী । সোনম নিজেই বুঝতে পারেননি যে, জিমে গিয়ে এত আনন্দ পাবেন ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সোনম । সেখানে তাঁকে দেখা যাচ্ছে জিম ট্রেনারের সঙ্গে । কালো ওভারসাইজ়ড জ্যাকেট আর ট্রাউজ়ারে বেশ লাগছে তাঁকে ।

ক্যাপশনে সোনম লিখেছেন, "প্রথম দিন কোয়ারান্টিনের বাইরে এসে স্ট্রেট জিমে । আমি ভাবিনি যে, এখানে ফিরে এত ভালো লাগবে.."

লকডাউন চলাকালীন ভারতেই ছিলেন সোনম । লকডাউন শিথিল হওয়ার পরই লন্ডনে উড়েছেন দম্পতি ।

এখন সোনম আনন্দের জন্মদিনের কাউন্টডাউন করছেন । প্রতিদিনই মিস্টার আহুজার কোনও না কোনও প্রিয় জিনিসের কথা শেয়ার করছেন তিনি সোশাল মিডায়ায়, অবশ্যই তাঁকে লুকিয়ে । জন্মদিনে ভিডিয়োগুলো আনন্দকে দেখিয়ে তাঁকে সারপ্রাইজ় দেওয়ার প্ল্যান অভিনেত্রীর ।

লন্ডন : কয়েকদিন আগে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর । তিনি আর তাঁর স্বামী আনন্দ এখন সেখানেই আছেন । এতদিন 14 দিনের কোয়ারান্টিনে ছিলেন তাঁরা, এই প্রথম বাইরে বেরোলেন সোনম ।

আর বাইরে বেরিয়েই প্রথম জিমে পৌঁছলেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী । সোনম নিজেই বুঝতে পারেননি যে, জিমে গিয়ে এত আনন্দ পাবেন ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সোনম । সেখানে তাঁকে দেখা যাচ্ছে জিম ট্রেনারের সঙ্গে । কালো ওভারসাইজ়ড জ্যাকেট আর ট্রাউজ়ারে বেশ লাগছে তাঁকে ।

ক্যাপশনে সোনম লিখেছেন, "প্রথম দিন কোয়ারান্টিনের বাইরে এসে স্ট্রেট জিমে । আমি ভাবিনি যে, এখানে ফিরে এত ভালো লাগবে.."

লকডাউন চলাকালীন ভারতেই ছিলেন সোনম । লকডাউন শিথিল হওয়ার পরই লন্ডনে উড়েছেন দম্পতি ।

এখন সোনম আনন্দের জন্মদিনের কাউন্টডাউন করছেন । প্রতিদিনই মিস্টার আহুজার কোনও না কোনও প্রিয় জিনিসের কথা শেয়ার করছেন তিনি সোশাল মিডায়ায়, অবশ্যই তাঁকে লুকিয়ে । জন্মদিনে ভিডিয়োগুলো আনন্দকে দেখিয়ে তাঁকে সারপ্রাইজ় দেওয়ার প্ল্যান অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.