ETV Bharat / sitara

এই অতিমারীর মধ্যেই লন্ডনে পাড়ি দিলেন সোনম - সোনম কাপুরের খবর

এই অতিমারীর আবহেই লন্ডন পৌঁছলেন সোনম কাপুর । আপাতত তিনি সেখানেই রয়েছেন । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Sonam Kapoor flies off london
Sonam Kapoor flies off london
author img

By

Published : Jul 14, 2020, 4:08 PM IST

মুম্বই : কয়েকদিন আগে সোনম কাপুরের ইনস্টাস্টোরিতে তাঁকে ফ্লাইটের মধ্যে দেখা গেছিল । তবে তিনি কোথায় যাচ্ছেন সেটা বোঝা যায়নি । এবার জানা গেল তাঁর গন্তব্যস্থল । লন্ডনে উড়ে গেছেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় আবার কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছেন সোনম । ফ্লাইট থেকে লন্ডনের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে । আকাশছোঁয়া বাড়ি, টেমস নদীর বিস্তৃত জলরাশি দেখা যাচ্ছে ফ্লাইটের ছোট্ট জানলা থেকে ।

ভিডিয়োর ক্যাপশনে সোনম লিখেছেন, "লন্ডন আমি আবার ফিরে এসেছি । কি সুন্দর !" দেখে নিন সেই ভিডিয়ো...

সোনমের ইনস্টাস্টোরি..

সোনম কাপুরকে শেষ দেখা গেছিল 2019 সালের 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে । ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । সমালোচিতও হয় অনেক । তারপর থেকে সোনমের কোনও প্রোজেক্টের কথা জানা যায়নি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের একাংশ সোনমের প্রতিও ক্ষোভ প্রকাশ করে । তাঁর মতো স্টারকিডদের জন্যই সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতারা ইন্ডাস্ট্রিতে ব্রাত্য থেকে যান, মত তাঁদের ।

মুম্বই : কয়েকদিন আগে সোনম কাপুরের ইনস্টাস্টোরিতে তাঁকে ফ্লাইটের মধ্যে দেখা গেছিল । তবে তিনি কোথায় যাচ্ছেন সেটা বোঝা যায়নি । এবার জানা গেল তাঁর গন্তব্যস্থল । লন্ডনে উড়ে গেছেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় আবার কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছেন সোনম । ফ্লাইট থেকে লন্ডনের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে । আকাশছোঁয়া বাড়ি, টেমস নদীর বিস্তৃত জলরাশি দেখা যাচ্ছে ফ্লাইটের ছোট্ট জানলা থেকে ।

ভিডিয়োর ক্যাপশনে সোনম লিখেছেন, "লন্ডন আমি আবার ফিরে এসেছি । কি সুন্দর !" দেখে নিন সেই ভিডিয়ো...

সোনমের ইনস্টাস্টোরি..

সোনম কাপুরকে শেষ দেখা গেছিল 2019 সালের 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে । ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । সমালোচিতও হয় অনেক । তারপর থেকে সোনমের কোনও প্রোজেক্টের কথা জানা যায়নি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের একাংশ সোনমের প্রতিও ক্ষোভ প্রকাশ করে । তাঁর মতো স্টারকিডদের জন্যই সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতারা ইন্ডাস্ট্রিতে ব্রাত্য থেকে যান, মত তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.