মুম্বই : ইতিমধ্যে অনেকেরই চক্ষুশূল কঙ্গনা রানাওয়াত । তাঁর বলা কথা নিয়ে তোলপাড় চলছে সোশাল মিডিয়ায় । প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই । তবে সোনমের মতে, 'শুয়োরের সঙ্গে কুস্তি লড়লে গায়ে কাদাই লাগবে ।'
হ্যাঁ, এমনই একটি টুইট করেছেন সোনম । জর্জ বার্নার্ড শ-এর উক্তি তুলে তিনি লিখেছেন, "অনেক আগেই আমি শিখে গেছি , শুয়োরের সঙ্গে কখনও কুস্তি লড়তে নেই । তাতে নিজের গায়েই কাদা লাগবে । পাশাপাশি শুয়োরেরও ভালো লাগবে ।"
তাঁর এই টুইটের পর নেটিজেনদের প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে টুইটটি করলেন সোনম ? তাহলে কঙ্গনাই তাঁর নিশানা ? যদি তাই হয়, তাহলেও খুব একটা অবাক হবেন না নেটিজেনরা । কারণ, এর আগে অনেকবারই সোনমের সঙ্গে কঙ্গনার ঝামেলা বেঁধেছে সোশাল মিডিয়ায় ।
দেখে নিন টুইট...