লন্ডন : অ্যাপ ক্যাবে নানা সময়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন যাত্রীরা । তাই এই সমস্ত ক্যাবে চাপার আগে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় । তবে শুধু ভারতেই নয়, সুদূর লন্ডনে গিয়েও খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়লেন সোনম । সবাইকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার উপদেশ দিলেন অভিনেত্রী ।
সোনম তাঁর টুইটার পোস্টে লিখেছেন, "বন্ধুরা, @Uberlondon-এ আমার এক সাংঘাতিক অভিজ্ঞতা হল । দয়া করে সাবধানে থাকবেন । স্থানীয় পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করাই সবথেকে নিরাপদ অপশন । আমি ভয়ে কেঁপে গেছি ।"
-
Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020
সোনমের এই পোস্টে এক ব্যবহারকারী জানতে চান ঠিক কী হয়েছিল সোনমের সঙ্গে ? উত্তরে সোনম বলেন, "চালক মানসিক ভাবে অসুস্থ ছিল ও তুমুল চিৎকার চেঁচামেচি করছিল । আমি সারা সময়ে ভয়ে কাঁপছিলাম ।"
উবার কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করা হয় সোনমের সঙ্গে । তারা সোনমকে ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার সমতে উবার সংস্থাকে একটি মেসেজ করতে বলেন ।
তার উত্তরে সোনম বলেন, "আমি অ্যাপের মাধ্যমেই কমপ্লেন্ট করতে চেয়েছিলাম, তবে প্রতিবারই কিছু অসংলগ্ন উত্তর আসে । আপনাদের সিস্টেমটা আপডেট করা উচিত । যা ক্ষতি হওয়ার হয়ে গেছ, আপনারা আর কিছু করতে পারবেন না ।"