ETV Bharat / sitara

নেপোটিজ়মের বিতর্ক উড়িয়ে সফলতার পথে হাঁটছেন সোনাক্ষী

একসময় নেপোটিজ়ম নিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা ৷ তাঁর সোশাল মিডিয়ার অ্য়াকাউন্ট ভরে গিয়েছিল নেগেটিভ কমেন্টে ৷ সেই সময় থেকে এখন তাঁর আবার বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে ফেরার উদ্যোগ নিয়ে কি বললেন অভিনেত্রী ?

latest news of Sonakshi Sinha
সোনাক্ষী সিনহা, ছবি সৌজন্য ইন্সটাগ্রাম
author img

By

Published : Mar 21, 2021, 2:24 PM IST

মুম্বই, 21 মার্চ : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজ়ম বা স্বজনপোষণ নিয়ে বিতর্ক জোরালো হয়ে ওঠে ৷ যার নিশানায় চলে আসে বলিউড স্টারকিডরা ৷ তাই খুব স্বাভাবিকভাবেই সোনাক্ষী সিনহাও বাদ পড়েনি সেই তালিকা থেকে ৷

এমনকি, ট্রোলিং এত চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে অভিনেত্রী বাধ্য হয়েছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করতে ৷ তারপরও যদিও নানাভাবে ট্রোলিংয়ের শিকার হন নায়িকা ৷ তবে এই বিষয়ে নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী ৷

latest news of Sonakshi Sinha
সোনাক্ষী সিনহা, ছবি সৌজন্য ইন্সটাগ্রাম

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে অভিনেত্রী জানান, তাঁর কাছে ট্রোলারদের মন্তব্যের কোনও মূল্যেই নেই ৷ তিনি বরাবর তাঁর ভক্তদেরকেই গুরুত্ব দিয়ে থাকেন এবং তাঁর নিজের খুশির জন্য ভালো কাজ করার চেষ্টা করেন ৷

সোনাক্ষী সিন্হা জানিয়েছেন সম্প্রতি তাঁকে অ্যামাজ়ন প্রাইমের প্রযোজিত 'এক্সেল' ও 'টাইগার বেবি'তে অভিনয় করতে দেখাযাবে ৷ একই সঙ্গে নায়িকাকে দেখা যাবে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতেও অভিনয় করতে ৷ শুধু তাই নয় আরও বেশ কয়েকটি প্রোজেক্টে নিয়ে আলোচনা করছেন তিনি ৷ এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ৷ যা থেকে খুব স্পষ্ট যে,নেপোটিজ়মের বিতর্ক উড়িয়ে সফলতার পথে হাঁটছেন সোনাক্ষী ৷

মুম্বই, 21 মার্চ : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজ়ম বা স্বজনপোষণ নিয়ে বিতর্ক জোরালো হয়ে ওঠে ৷ যার নিশানায় চলে আসে বলিউড স্টারকিডরা ৷ তাই খুব স্বাভাবিকভাবেই সোনাক্ষী সিনহাও বাদ পড়েনি সেই তালিকা থেকে ৷

এমনকি, ট্রোলিং এত চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে অভিনেত্রী বাধ্য হয়েছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করতে ৷ তারপরও যদিও নানাভাবে ট্রোলিংয়ের শিকার হন নায়িকা ৷ তবে এই বিষয়ে নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী ৷

latest news of Sonakshi Sinha
সোনাক্ষী সিনহা, ছবি সৌজন্য ইন্সটাগ্রাম

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে অভিনেত্রী জানান, তাঁর কাছে ট্রোলারদের মন্তব্যের কোনও মূল্যেই নেই ৷ তিনি বরাবর তাঁর ভক্তদেরকেই গুরুত্ব দিয়ে থাকেন এবং তাঁর নিজের খুশির জন্য ভালো কাজ করার চেষ্টা করেন ৷

সোনাক্ষী সিন্হা জানিয়েছেন সম্প্রতি তাঁকে অ্যামাজ়ন প্রাইমের প্রযোজিত 'এক্সেল' ও 'টাইগার বেবি'তে অভিনয় করতে দেখাযাবে ৷ একই সঙ্গে নায়িকাকে দেখা যাবে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতেও অভিনয় করতে ৷ শুধু তাই নয় আরও বেশ কয়েকটি প্রোজেক্টে নিয়ে আলোচনা করছেন তিনি ৷ এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ৷ যা থেকে খুব স্পষ্ট যে,নেপোটিজ়মের বিতর্ক উড়িয়ে সফলতার পথে হাঁটছেন সোনাক্ষী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.