ETV Bharat / sitara

দিন মজুরদের জন্য আঁকা ছবি নিলামে তুলছেন সোনাক্ষী - sonakshi sinha to auction her art work

দিন মজুরদের সাহায্যের জন্য এবার ছবি আঁকা শুরু করলেন সোনাক্ষী সিনহা । সেই ছবিগুলির নিলাম থেকে সংগ্রহ করা অর্থ তুলে দেওয়া হবে দিন মজুরদের সাহায্যের জন্য ।

sdf
dsf
author img

By

Published : May 18, 2020, 3:26 PM IST

মুম্বই : দিন মজুরদের সাহায্যের জন্য এবার ছবি আঁকা শুরু করলেন সোনাক্ষী সিনহা । সেই ছবিগুলির নিলাম করা হবে । তারপর নিলাম থেকে সংগ্রহ করা অর্থ তুলে দেওয়া হবে দিন মজুরদের সাহায্যের জন্য ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সোনাক্ষী । সেখানে ভগবান গৌতম বুদ্ধর মুখ আঁকতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমি মুখের ছবি আঁকতে খুবই ভালোবাসি । তাই শান্ত একটা মুখের ছবি আঁকার সিদ্ধান্ত নিই । এই ছবির নিলাম করা হবে । তারপর সেখান থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে দিন মজুরদের সাহায্যের জন্য ।"

15 মে 'বিড ফর গুড' নামে একটি উদ্যোগ নেন সোনাক্ষী । এই উদ্যোগের মাধ্যমেই কঠিন পরিস্থিতিতে দিন মজুরদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তিনি । আর এই উদ্যোগের অংশ হিসেবে এবার ছবি আঁকা শুরু করলেন অভিনেত্রী । যা নিলাম করা হবে বলেও জানান তিনি । এই উদ্যোগে আলিয়া ভাটকে পাশে পেয়েছেন সোনাক্ষী ।

তবে সোনাক্ষীই প্রথম নন যাঁর ছবি এই সময় নিলাম করা হচ্ছে । এর আগে ফারাহ খানের 12 বছরের মেয়ে আনিয়াও এই ধরনের একটি উদ্যোগ নেয় । একাধিক কুকুরের ছবি এঁকেছিল সে । আর সেগুলি নিলাম করা হয় । যেখান থেকে প্রায় আড়াই লাখ টাকা উঠে আসে বলে জানান ফারাহ নিজেই । অনুদান হিসেবে সেই টাকা তুলে দেওয়া হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ।

মুম্বই : দিন মজুরদের সাহায্যের জন্য এবার ছবি আঁকা শুরু করলেন সোনাক্ষী সিনহা । সেই ছবিগুলির নিলাম করা হবে । তারপর নিলাম থেকে সংগ্রহ করা অর্থ তুলে দেওয়া হবে দিন মজুরদের সাহায্যের জন্য ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সোনাক্ষী । সেখানে ভগবান গৌতম বুদ্ধর মুখ আঁকতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমি মুখের ছবি আঁকতে খুবই ভালোবাসি । তাই শান্ত একটা মুখের ছবি আঁকার সিদ্ধান্ত নিই । এই ছবির নিলাম করা হবে । তারপর সেখান থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে দিন মজুরদের সাহায্যের জন্য ।"

15 মে 'বিড ফর গুড' নামে একটি উদ্যোগ নেন সোনাক্ষী । এই উদ্যোগের মাধ্যমেই কঠিন পরিস্থিতিতে দিন মজুরদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তিনি । আর এই উদ্যোগের অংশ হিসেবে এবার ছবি আঁকা শুরু করলেন অভিনেত্রী । যা নিলাম করা হবে বলেও জানান তিনি । এই উদ্যোগে আলিয়া ভাটকে পাশে পেয়েছেন সোনাক্ষী ।

তবে সোনাক্ষীই প্রথম নন যাঁর ছবি এই সময় নিলাম করা হচ্ছে । এর আগে ফারাহ খানের 12 বছরের মেয়ে আনিয়াও এই ধরনের একটি উদ্যোগ নেয় । একাধিক কুকুরের ছবি এঁকেছিল সে । আর সেগুলি নিলাম করা হয় । যেখান থেকে প্রায় আড়াই লাখ টাকা উঠে আসে বলে জানান ফারাহ নিজেই । অনুদান হিসেবে সেই টাকা তুলে দেওয়া হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.