ETV Bharat / sitara

বাড়িতে থাকতে একঘেয়ে লাগছে সোনাক্ষীর - sonakshi sinha is bored

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন সোনাক্ষী । সেখানে মাথায় হাত দিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । বাড়িতে থাকার জন্য যে তিনি কতটা বিরক্ত সেটাই এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন । ছবির ক্যাপশনে লেখেন, "একঘেয়ে লাগছে"।

sdf
dsf
author img

By

Published : Apr 16, 2020, 8:35 AM IST

মুম্বই : কাজ না করে, বাইরে না বেরিয়ে সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কার আর ভালো লাগে । এই পরিস্থিতির মধ্যে দমবন্ধ হয়ে আসছে অনেকেরই । বাদ যাননি সোনাক্ষী সিনহাও । সারাক্ষণ বাড়িতে থাকতে আর ভালো লাগছে না তাঁর । ভীষণ একঘেয়ে লাগছে বলে জানিয়েছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন সোনাক্ষী । সেখানে মাথায় হাত দিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । বাড়িতে থাকার জন্য যে তিনি কতটা বিরক্ত সেটাই এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন । ছবির ক্যাপশনে লেখেন, "একঘেয়ে লাগছে"। পাশাপাশি ফ্যানদের জিজ্ঞাসা করেছেন নিজেদের ব্যস্ত রাখতে, আনন্দে রাখতে তাঁরা কে কী করছেন ।

কিছুদিন আগে আরও একটি ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী । সাদা-কালো ছবিতে চড়া মেকআপে দেখা গিয়েছিল তাঁকে । ছবির ক্যাপশনে লিখেছিলেন, "আচ্ছা তো একেই মেকআপ বলে ?"

তবে এই লকডাউন শেষ হলে প্রথমে কী করবেন সেটা অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছেন সোনাক্ষী । সোজা একটি বোট নিয়ে চলে যাবেন মাঝ সমুদ্রে । তারপর বোট থামিয়ে সেখান থেকে সোজা জলের মধ্যে ঝাঁপ দেবেন তিনি । আর ওইভাবেই জলের মধ্যে ভেসে থাকবেন বেশ কিছুক্ষণ । পুরোনো একটি ভিডিয়ো শেয়ার করে নিজের এই ইচ্ছের কথা অনেকদিন আগেই ফ্যানদের জানিয়েছিলেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে আম জনতা থেকে শুরু করে তারকা গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । একঘেয়ে লাগছে কম বেশি সবারই । তাই তার মধ্যে নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন তাঁরা । কখনও বই পড়ে, কখনও বাগানে গাছ লাগিয়ে আবার কখনও পরিবারের সঙ্গে গল্প করেই কেটে যাচ্ছে তাঁদের সময় ।

মুম্বই : কাজ না করে, বাইরে না বেরিয়ে সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কার আর ভালো লাগে । এই পরিস্থিতির মধ্যে দমবন্ধ হয়ে আসছে অনেকেরই । বাদ যাননি সোনাক্ষী সিনহাও । সারাক্ষণ বাড়িতে থাকতে আর ভালো লাগছে না তাঁর । ভীষণ একঘেয়ে লাগছে বলে জানিয়েছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন সোনাক্ষী । সেখানে মাথায় হাত দিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । বাড়িতে থাকার জন্য যে তিনি কতটা বিরক্ত সেটাই এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন । ছবির ক্যাপশনে লেখেন, "একঘেয়ে লাগছে"। পাশাপাশি ফ্যানদের জিজ্ঞাসা করেছেন নিজেদের ব্যস্ত রাখতে, আনন্দে রাখতে তাঁরা কে কী করছেন ।

কিছুদিন আগে আরও একটি ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী । সাদা-কালো ছবিতে চড়া মেকআপে দেখা গিয়েছিল তাঁকে । ছবির ক্যাপশনে লিখেছিলেন, "আচ্ছা তো একেই মেকআপ বলে ?"

তবে এই লকডাউন শেষ হলে প্রথমে কী করবেন সেটা অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছেন সোনাক্ষী । সোজা একটি বোট নিয়ে চলে যাবেন মাঝ সমুদ্রে । তারপর বোট থামিয়ে সেখান থেকে সোজা জলের মধ্যে ঝাঁপ দেবেন তিনি । আর ওইভাবেই জলের মধ্যে ভেসে থাকবেন বেশ কিছুক্ষণ । পুরোনো একটি ভিডিয়ো শেয়ার করে নিজের এই ইচ্ছের কথা অনেকদিন আগেই ফ্যানদের জানিয়েছিলেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে আম জনতা থেকে শুরু করে তারকা গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । একঘেয়ে লাগছে কম বেশি সবারই । তাই তার মধ্যে নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন তাঁরা । কখনও বই পড়ে, কখনও বাগানে গাছ লাগিয়ে আবার কখনও পরিবারের সঙ্গে গল্প করেই কেটে যাচ্ছে তাঁদের সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.