ETV Bharat / sitara

এরপর কোন ছবিতে সোনাক্ষী? জানালেন অভিনেত্রী

মঙ্গলবার সোনাক্ষী সিনহা তাঁর ভক্তদের দিলেন একটি বড় চমক। প্রকাশ্যে আনলেন তাঁর পরের ছবির কথা।

সোনাক্ষী সিনহা
author img

By

Published : Jun 12, 2019, 12:59 PM IST

Updated : Jun 12, 2019, 2:56 PM IST

মুম্বই : 26 শে জুন আসতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি 'খানদানি সফাখানা'। ছবিটির পরিচালনা করেছেন শিল্পী দাশগুপ্ত। প্রযোজনা করেছেন ভূষণ কুমার,মৃগদীপ সিং লামবা ও মহাবীর জৈন।

ছবিটি সম্বন্ধে সোনাক্ষী লিখেছেন, " কবে থেকে সবাই জানতে চাইছে ছবির নাম কি? এটা জানাতে পেরে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। আমার পরবর্তী ছবি 'খানদানি সফাখানা' আসতে চলেছে ২৬ জুন।" এর সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে সোনাক্ষীর সঙ্গে দেখা যাচ্ছে বরুণ শর্মা সহ পুরো ছবির টিমকে।

সোনাক্ষীকে শেষ দেখা গেছে 'কলঙ্ক' ছবিতে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও তাঁর সৌন্দর্য ও অভিনয় প্রশংসিত হয়েছে।

এছাড়াও তিনি ব্যস্ত 'দাবাং 3' ছবির শ্যুটিংয়ের জন্য। যেখানে তাঁকে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

মুম্বই : 26 শে জুন আসতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি 'খানদানি সফাখানা'। ছবিটির পরিচালনা করেছেন শিল্পী দাশগুপ্ত। প্রযোজনা করেছেন ভূষণ কুমার,মৃগদীপ সিং লামবা ও মহাবীর জৈন।

ছবিটি সম্বন্ধে সোনাক্ষী লিখেছেন, " কবে থেকে সবাই জানতে চাইছে ছবির নাম কি? এটা জানাতে পেরে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। আমার পরবর্তী ছবি 'খানদানি সফাখানা' আসতে চলেছে ২৬ জুন।" এর সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে সোনাক্ষীর সঙ্গে দেখা যাচ্ছে বরুণ শর্মা সহ পুরো ছবির টিমকে।

সোনাক্ষীকে শেষ দেখা গেছে 'কলঙ্ক' ছবিতে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও তাঁর সৌন্দর্য ও অভিনয় প্রশংসিত হয়েছে।

এছাড়াও তিনি ব্যস্ত 'দাবাং 3' ছবির শ্যুটিংয়ের জন্য। যেখানে তাঁকে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

Intro:Body:

এরপর কোন ছবিতে সোনাক্ষী? জানালেন অভিনেত্রী



মঙ্গলবার সোনাক্ষী সিনহা তাঁর ভক্তদের দিলেন একটি বড় চমক। প্রকাশ্যে আনলেন তাঁর পরের ছবির কথা।



মুম্বই : 26 শে জুন আসতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি 'খানদানি সাফারনামা'। ছবিটির পরিচালনা করেছেন শিল্পী দাশগুপ্ত। প্রযোজনা করেছেন ভূষণ কুমার,মৃগদীপ সিং লামবা ও মহাবীর জৈন।



ছবিটি সম্বন্ধে সোনাক্ষী লিখেছেন, " কবে থেকে সবাই জানতে চাইছে ছবির নাম কি? এটা জানাতে পেরে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। আমার পরবর্তী ছবি 'খানদানি সফরনামা' আসতে চলেছে ২৬ জুন।" এর সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে সোনাক্ষীর সঙ্গে দেখা যাচ্ছে বরুণ শর্মা সহ পুরো ছবির টিমকে।



সোনাক্ষীকে শেষ দেখা গেছে 'কলঙ্ক' ছবিতে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও তাঁর সৌন্দর্য ও অভিনয় প্রশংসিত হয়েছে।  



এছাড়াও তিনি ব্যস্ত 'দাবাং 3' ছবির শ্যুটিংয়ের জন্য। যেখানে তাঁকে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।


Conclusion:
Last Updated : Jun 12, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.