ETV Bharat / sitara

"আপনারা ইডিয়ট", কেন ক্ষেপলেন সোনাক্ষী ? - সোনাক্ষী সিনহার খবর

পশুপ্রেমী সোনাক্ষী সিনহা । এই লকডাউনের সময়, যে সমস্ত মানুষ তাদের পোষ্যদের বাইরে ছেড়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধ ক্ষেপলেন অভিনেত্রী ।

সোনাক্ষী সিনহার খবর
সোনাক্ষী সিনহার খবর
author img

By

Published : Apr 8, 2020, 7:22 PM IST

মুম্বই : পশুপ্রেমী হিসেবে সুনাম রয়েছে সোনাক্ষী সিনহার । তাই এই লকডাউনের সময় যেসব মানুষ তাদের পোষ্যদের বাড়ির বাইরে ছেড়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বেজায় চটলেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সোনাক্ষী লিখলেন, "শুনছি যে, অনেকেই তাদের পোষ্যদের বাড়ির বাইরে বের করে দিচ্ছেন । কারণ তারা মনে করেন যে পোষ্যদের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে । তাদের জন্য আমার কাছে একটা খবর আছে ।"

অভিনেত্রী লিখেছেন, "আপনারা ইডিয়ট । যেটা আপনাদের সবার আগে ছাড়া উচিত, সেটা হল অশিক্ষা আর অমানবিকতা ।", বেজায় চটলেন সোনাক্ষী ।

একটি কুকুরের সঙ্গে অভিনেত্রীর মিষ্টি ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

মুম্বই : পশুপ্রেমী হিসেবে সুনাম রয়েছে সোনাক্ষী সিনহার । তাই এই লকডাউনের সময় যেসব মানুষ তাদের পোষ্যদের বাড়ির বাইরে ছেড়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বেজায় চটলেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সোনাক্ষী লিখলেন, "শুনছি যে, অনেকেই তাদের পোষ্যদের বাড়ির বাইরে বের করে দিচ্ছেন । কারণ তারা মনে করেন যে পোষ্যদের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে । তাদের জন্য আমার কাছে একটা খবর আছে ।"

অভিনেত্রী লিখেছেন, "আপনারা ইডিয়ট । যেটা আপনাদের সবার আগে ছাড়া উচিত, সেটা হল অশিক্ষা আর অমানবিকতা ।", বেজায় চটলেন সোনাক্ষী ।

একটি কুকুরের সঙ্গে অভিনেত্রীর মিষ্টি ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.