ETV Bharat / sitara

40 বছর হয়ে গেছে রফি নেই, রয়ে গেছে তাঁর এই গানগুলো.. - রফি সাহেব

মহম্মদ রফি, এমন একটা নাম যাঁকে ছাড়া ভারতীয় সংগীতের দুনিয়াকে কল্পনা করা যায় না । তাঁর সেই উদার কণ্ঠ, সুরের দরদী প্রয়োগ, যে কোনও ধরনের গানে তাঁর অনায়াস চলন, অপূর্ব গায়কি ভোলার নয় । শোনা যায় কোনও এক ফকিরের গান শুনে মুগ্ধ হয়ে অনুপ্রাণিত হন রফি, আর তখন থেকেই সুরের প্রেমে পড়া তাঁর । 1924 সালের 24 ডিসেম্বর জন্মগ্রহণ করেন রফি আর ইহলোক ছাড়েন 31 জুলাই, 1980 । কিন্তু, তাঁর গানগুলো অমর, এখনও সেই গান সবাইকে আনন্দ দেয় ।

rafi sahab songs shammi kapoor
rafi sahab songs shammi kapoor
author img

By

Published : Jul 31, 2020, 12:42 PM IST

হিন্দির সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন রফি । বাদ পড়েনি বাংলা ভাষাও । আজ রফি সাহেবের 40 তম মৃত্যুদিবসে তেমনই কয়েকটি গান শুনে নেওয়া যাক...

প্রথমেই যেই গানটার কথা বলতে হয়, সেটা হল 'না না পাখিটার বুকে যেন তীর মের না' । রফির উদার কণ্ঠে এই গানের আকুতি মনে থাকারই মতো ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একটু অপ্রচলিত গান 'গুলমোহরের ফুল ঝরে যায়' । তবে সংগীতপ্রেমীদের কাছে রফির গাওয়া এই গান আজও বড় প্রিয় । ক্লাসিকাল আর আধুনিক গানের সংমিশ্রণে তৈরি গানটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'তোমার নীল দোপাটি চোখ', আদ্যাপোন্ত প্রেমের এই গানে মন কেড়ে নিয়েছিলেন মহম্মদ রফি । একবার শুনে নেওয়া যাক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কাজি নজরুল ইসলামের লেখা ও সুর করা 'আলগা কর গো খোঁপার বাঁধন' গেয়েছিলেন রফি । নজরুগীতির মাধুর্য এতটুকুও হারায়নি তাঁর অপূর্ব গায়কিতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর একটি গানের নাম না লিখলে এই তালিকা অসম্পূর্ণ । 'তোমাদের আশীর্বাদের শতদল মাথায় রাখি' গানে রফি সুরমূর্ছনা ভোলার নয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেখানেই থাকুন, সুরে সুরে থাকুন মহম্মদ রফি ।

হিন্দির সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন রফি । বাদ পড়েনি বাংলা ভাষাও । আজ রফি সাহেবের 40 তম মৃত্যুদিবসে তেমনই কয়েকটি গান শুনে নেওয়া যাক...

প্রথমেই যেই গানটার কথা বলতে হয়, সেটা হল 'না না পাখিটার বুকে যেন তীর মের না' । রফির উদার কণ্ঠে এই গানের আকুতি মনে থাকারই মতো ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একটু অপ্রচলিত গান 'গুলমোহরের ফুল ঝরে যায়' । তবে সংগীতপ্রেমীদের কাছে রফির গাওয়া এই গান আজও বড় প্রিয় । ক্লাসিকাল আর আধুনিক গানের সংমিশ্রণে তৈরি গানটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'তোমার নীল দোপাটি চোখ', আদ্যাপোন্ত প্রেমের এই গানে মন কেড়ে নিয়েছিলেন মহম্মদ রফি । একবার শুনে নেওয়া যাক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কাজি নজরুল ইসলামের লেখা ও সুর করা 'আলগা কর গো খোঁপার বাঁধন' গেয়েছিলেন রফি । নজরুগীতির মাধুর্য এতটুকুও হারায়নি তাঁর অপূর্ব গায়কিতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর একটি গানের নাম না লিখলে এই তালিকা অসম্পূর্ণ । 'তোমাদের আশীর্বাদের শতদল মাথায় রাখি' গানে রফি সুরমূর্ছনা ভোলার নয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেখানেই থাকুন, সুরে সুরে থাকুন মহম্মদ রফি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.