ETV Bharat / sitara

কুনালের সঙ্গে অন্তরঙ্গ সোহা - সোহা আলি খান

লকডাউনে স্বামী কুনাল খেমুর সঙ্গে অন্তরঙ্গ সোহা আলি খান ।

soha ali khan intimate with kunal khemu
soha ali khan intimate with kunal khemu
author img

By

Published : Apr 16, 2020, 8:12 PM IST

মুম্বই : চারিদিকে কোরোনা আতঙ্ক, প্রতিমুহূর্তে মৃত্যুর খবর ভেসে আসছে সংবাদমাধ্যমে । তারই মধ্যে একটু ভালো মুহূর্ত খুঁজে নিলেন সোহা আলি খান, স্বামী কুনাল খেমুর সঙ্গে ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোহা । সেখানে তিনি আর তাঁর স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে । ক্যাপশনটা আরও উষ্ণ..সোহা লিখেছেন, "বাড়ি সেখানেই, যেখানে হৃদয় আছে.." কুনালকে সেই পোস্টটি ট্যাগও করেছেন অভিনেত্রী ।

2015 সালের 25 জানুয়ারি বিয়ে হয় সোহা আর কুনালের । আড়াই বছরের মাথায় তাঁদের জীবনে আসে ইনায়া, তাঁদের ছোট্ট মেয়ে ।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেন সোহা, যেখানে দেখা যাচ্ছে এই লকডাউনে বাড়ির কাজে সাহায্য করছেন খুদে খেমু । বাবার সঙ্গে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে সেও সোশাল মিডিয়ার অন্যতম বড় সেনসেশন ।

দেখে নিন সোহার সেই পোস্ট..

মুম্বই : চারিদিকে কোরোনা আতঙ্ক, প্রতিমুহূর্তে মৃত্যুর খবর ভেসে আসছে সংবাদমাধ্যমে । তারই মধ্যে একটু ভালো মুহূর্ত খুঁজে নিলেন সোহা আলি খান, স্বামী কুনাল খেমুর সঙ্গে ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোহা । সেখানে তিনি আর তাঁর স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে । ক্যাপশনটা আরও উষ্ণ..সোহা লিখেছেন, "বাড়ি সেখানেই, যেখানে হৃদয় আছে.." কুনালকে সেই পোস্টটি ট্যাগও করেছেন অভিনেত্রী ।

2015 সালের 25 জানুয়ারি বিয়ে হয় সোহা আর কুনালের । আড়াই বছরের মাথায় তাঁদের জীবনে আসে ইনায়া, তাঁদের ছোট্ট মেয়ে ।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেন সোহা, যেখানে দেখা যাচ্ছে এই লকডাউনে বাড়ির কাজে সাহায্য করছেন খুদে খেমু । বাবার সঙ্গে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে সেও সোশাল মিডিয়ার অন্যতম বড় সেনসেশন ।

দেখে নিন সোহার সেই পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.