মুম্বই : সম্প্রতি এক ইভেন্টে অতিথি হিসেবে এসেছিলেন স্মৃতি ইরানি । তাঁকে সেখানে দীপিকার JNU যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় । কোনও রাখঢাক না করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন স্মৃতি ।
স্মৃতি বললেন, "আমি দীপিকার রাজনৈতিক মতাদর্শ জানতে চাই । আমার মনে যারা খবরটা পড়েছে, তারা জানে যে দীপিকা কেন প্রতিবাদকারীদের সঙ্গে দাঁড়িয়েছিল, তারা জানে দীপিকা যাদের পাশে দাঁড়াচ্ছে তারা ভারতের ধ্বংস চায়, তারা জানে দীপিকা যাদের পাশে দাঁড়াচ্ছে তারা CRPF জওয়ানের হত্যা হলে উৎসব করে, তারাই মহিলাদের গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করে ।"
এরপর স্মৃতি বলেন যে, "আসলে দীপিকা 2011 সালেও ওর রাজনৈতিক সমর্থনের কথা জানিয়ে দিয়েছিল, জানিয়েছিল যে ও কংগ্রেসের সমর্থক । অনেকেই এটা জেনে শকড হয়েছেন, কারণ তারা জানতেন না তথ্যটা । দীপিকার অনেক অনুরাগী আছেন, যারা এই ঘটনার পর দীপিকার আসল পজ়িশনটা বুঝতে পেরেছেন ।"
স্মৃতির এই ভিডিয়োটে নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেতা তেজেন্দ্র পাল সিং বগ্গা । তিনিই সর্বপ্রথম দীপিকার ছবি বয়কট করার ডাক দেন ।
-
. @smritiirani takes down Deepika Padukone for supporting Bharat Tere Tukde Gang pic.twitter.com/XzqTmSjeaN
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">. @smritiirani takes down Deepika Padukone for supporting Bharat Tere Tukde Gang pic.twitter.com/XzqTmSjeaN
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 10, 2020. @smritiirani takes down Deepika Padukone for supporting Bharat Tere Tukde Gang pic.twitter.com/XzqTmSjeaN
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 10, 2020
তবে শুধু দীপিকাই নয়, JNU ছাত্রদের উপর হওয়া অতর্কিত হামলার বিরুদ্ধে গলা চড়িয়েছেন বলিউডের অনেকেই । তার মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, রিচা চড্ডা, স্বরা ভাস্কর, আলি ফজল, বিশাল দাদলানি প্রমুখ ।