ETV Bharat / sitara

দ্বৈত চরিত্রে সিদ্ধার্থ

author img

By

Published : Mar 4, 2020, 11:13 AM IST

প্রকাশ্যে সিদ্ধার্থ মালহোত্রর পরবর্তী ফিল্মের খবর । বর্ধান কেটকরের পরবর্তী অ্যাকশন থ্রিলারে অভিনেতা ।

Sidharth Malhotra latest news
Sidharth Malhotra latest news

মুম্বই : আজই নিজের আসন্ন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন সিদ্ধার্থ মালহোত্র । বর্ধান কেটকর পরিচালিত ও ভূষণ কুমার-মুরাদ খেতানি প্রযোজিত অ্যাকশন থ্রিলারে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করলেন সিদ্ধার্থ । জানিয়েছেন যে, দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি সেই থ্রিলারে ।

দুই প্রযোজকের সঙ্গে একটি ছবি শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, "ডাবল ট্রাবল । এই আল্টিমেট এন্টারটেনিং থ্রিলারের অংশ হতে পেরে আমি দারুণ এক্সাইটেড ।"

ছবির নাম ঠিক না হলেও, নির্ধারিত হয়েছে মুক্তির তারিখ । চলতি বছরের 20 নভেম্বর মুক্তি পাবে এই থ্রিলার ।

কো-প্রোডিউসর ভূষণও তাঁর টুইটারে জানিয়েছেন এই খবর । লিখেছেন এই বছরের মে মাসেই শুটিং শুরু হবে ছবির । পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত তিনি ।

তার আগে সিদ্ধার্থের আরও একটি রিলিজ় রয়েছে । 1999-এর কার্গিল ওয়ার হিরো ক্যাপ্টেন বতরার জীবন অবলম্বনে 'শেরশাহ' ছবিতে মুখ্য ভূমিকায় তিনি । সিদ্ধার্থের বিপরীতে এই ছবিতে কিয়ারা আদবানী । বায়োপিকটির মুক্তি 3 জুলাই ।

মুম্বই : আজই নিজের আসন্ন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন সিদ্ধার্থ মালহোত্র । বর্ধান কেটকর পরিচালিত ও ভূষণ কুমার-মুরাদ খেতানি প্রযোজিত অ্যাকশন থ্রিলারে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করলেন সিদ্ধার্থ । জানিয়েছেন যে, দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি সেই থ্রিলারে ।

দুই প্রযোজকের সঙ্গে একটি ছবি শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, "ডাবল ট্রাবল । এই আল্টিমেট এন্টারটেনিং থ্রিলারের অংশ হতে পেরে আমি দারুণ এক্সাইটেড ।"

ছবির নাম ঠিক না হলেও, নির্ধারিত হয়েছে মুক্তির তারিখ । চলতি বছরের 20 নভেম্বর মুক্তি পাবে এই থ্রিলার ।

কো-প্রোডিউসর ভূষণও তাঁর টুইটারে জানিয়েছেন এই খবর । লিখেছেন এই বছরের মে মাসেই শুটিং শুরু হবে ছবির । পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত তিনি ।

তার আগে সিদ্ধার্থের আরও একটি রিলিজ় রয়েছে । 1999-এর কার্গিল ওয়ার হিরো ক্যাপ্টেন বতরার জীবন অবলম্বনে 'শেরশাহ' ছবিতে মুখ্য ভূমিকায় তিনি । সিদ্ধার্থের বিপরীতে এই ছবিতে কিয়ারা আদবানী । বায়োপিকটির মুক্তি 3 জুলাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.