মুম্বই : আজই নিজের আসন্ন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন সিদ্ধার্থ মালহোত্র । বর্ধান কেটকর পরিচালিত ও ভূষণ কুমার-মুরাদ খেতানি প্রযোজিত অ্যাকশন থ্রিলারে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে ।
ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করলেন সিদ্ধার্থ । জানিয়েছেন যে, দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি সেই থ্রিলারে ।
দুই প্রযোজকের সঙ্গে একটি ছবি শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, "ডাবল ট্রাবল । এই আল্টিমেট এন্টারটেনিং থ্রিলারের অংশ হতে পেরে আমি দারুণ এক্সাইটেড ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির নাম ঠিক না হলেও, নির্ধারিত হয়েছে মুক্তির তারিখ । চলতি বছরের 20 নভেম্বর মুক্তি পাবে এই থ্রিলার ।
কো-প্রোডিউসর ভূষণও তাঁর টুইটারে জানিয়েছেন এই খবর । লিখেছেন এই বছরের মে মাসেই শুটিং শুরু হবে ছবির । পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত তিনি ।
-
Elated to announce my next collaboration with @MuradKhetani starring @SidMalhotra. The film which is an action thriller inspired by true events is all set to go on floors this May and release on 20th November, 2020.#VardhanKetkar @Cine1Studios @TSeries pic.twitter.com/TX5iDhhBnh
— Bhushan Kumar (@itsBhushanKumar) March 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Elated to announce my next collaboration with @MuradKhetani starring @SidMalhotra. The film which is an action thriller inspired by true events is all set to go on floors this May and release on 20th November, 2020.#VardhanKetkar @Cine1Studios @TSeries pic.twitter.com/TX5iDhhBnh
— Bhushan Kumar (@itsBhushanKumar) March 4, 2020Elated to announce my next collaboration with @MuradKhetani starring @SidMalhotra. The film which is an action thriller inspired by true events is all set to go on floors this May and release on 20th November, 2020.#VardhanKetkar @Cine1Studios @TSeries pic.twitter.com/TX5iDhhBnh
— Bhushan Kumar (@itsBhushanKumar) March 4, 2020
তার আগে সিদ্ধার্থের আরও একটি রিলিজ় রয়েছে । 1999-এর কার্গিল ওয়ার হিরো ক্যাপ্টেন বতরার জীবন অবলম্বনে 'শেরশাহ' ছবিতে মুখ্য ভূমিকায় তিনি । সিদ্ধার্থের বিপরীতে এই ছবিতে কিয়ারা আদবানী । বায়োপিকটির মুক্তি 3 জুলাই ।