মুম্বই : 'মাসাকলি'র রিমিক্স নিয়ে আগেই তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন অরিজিনাল গানটির সংগীত পরিচালক ও গীতিকার । শুধু তাঁরাই নন, নেটিজ়েনরাও 'মাসাকলি 2.0'-কে ভালোভাবে নেয়নি । এবার এনিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা । তাঁকে এই গানটির মিউজ়িক ভিডিয়োতে তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে ।
তিনি বলেন, "আমি অতীতেও রিমিক্সে অভিনয় করেছি । সেগুলি প্রত্যেকটিই সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল । এটা নিয়ে কখনই আলোচনা হয়নি যে আমি এটাকে সমর্থন করি কি করি না বা এটা ভালো কি মন্দ । "
অভিনেতা আরও বলেন, "আমি যদি একজন অভিনেতার দৃষ্টিভঙ্গীতে দেখি ,তবে যদি কেউ আমার কোনও সিনেমার রিমেক করে এবং তা ভালো মানের না হয় বা দর্শককে তৃপ্ত করতে না পারে তা নিয়ে উদ্বেগটা যথাযথ । আমি আগেও রিমিক্সে অভিনয় করেছি । কিন্তু, এই ট্রেন্ডটা এখন হারিয়ে যাচ্ছে । মনে হয় শ্রোতারাও আর এখন তা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত হন না কারণ আমরা এখানে নতুন কোনও মেলোডি তৈরি করছি না । অভিনেতা হিসেবে আমিও কোনও নতুন গান নিয়েই উচ্ছ্বসিত হব ।"
'মাসাকলি 2.0' নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে । টুইটারে এনিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন এ আর রহমান ও প্রসূন জোশী । ট্রোলড-ও করেছে অনেকে । জয়পুর পুলিশের তরফে যেমন বলা হয়েছে, কেউ লকডাউন ভেঙে এদিক ওদিক ঘোরাফেরা করলে শাস্তি হিসেবে এই গানটি শোনানো হবে ।
এবার তা নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মালহোত্রা । এবার ক্যাপ্টেন বিক্রম বাত্রার উপর তৈরি 'শেরশাহ'-তে কিয়ারা আদবানির বিপরীতে দেখা যাবে তাঁকে । 10 জুলাই মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে ।