মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তদন্ত শুরু করেছে CBI । ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে । তার মধ্যে রয়েছেন সিদ্ধার্থ পিঠানি ও সন্দীপ সিং । এবার তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন সুশান্তের তুতো দাদা BJP বিধায়ক নীরজ কুমার সিং বাবলু ।
তিনি বলেন, "CBI সঠিক দিশায় তদন্ত করছে । আশাকরি দোষীকে ধরা হবেই । সিদ্ধার্থ পিঠানিকে গ্রেপ্তার করা হোক । সুশান্তের শেষকৃত্যের সময় তাঁর মুখে দুঃখের লেশমাত্র ছিল না । তাঁর হাবভাব খুবই সন্দেহজনক ছিল । যে সুশান্তের সঙ্গে থাকত, তার এত ভালো বন্ধু ছিল সে কীভাবে এই রকম থাকতে পারে সেটাই ভাবতে পারছিলাম না ।"
এরপর সন্দীপের প্রসঙ্গে তিনি নীরজ বলেন, "সুশান্তের মৃত্যুর 10 দিন পরই মিডিয়ায় বিভিন্ন লোকের সম্পর্কে ক্লিনচিট দেওয়া শুরু করে দিয়েছিলেন সন্দীপ । একজন গ্যাংস্টারের মতো তাঁর হাবভাব । আমি নিশ্চিত যে CBI তদন্তের মাধ্যমে সত্যিটা সামনে আসবে । মনে হয় থার্ড ডিগ্রি দিলেই আসল সত্যিটা সামনে চলে আসবে ।"
আজ সকালের দিকেই সুশান্তের বাড়িতে গিয়েছিলেন CBI-এর তদন্তকারীরা । এছাড়া প্রয়াত অভিনেতার রাঁধুনিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । শোনা গিয়েছে, সুশান্ত যে আবাসনে থাকতেন তার মালিককেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।
এদিকে গতকালের পর আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল সিদ্ধার্থকে । আজ সকালের দিকে ফের DRDO গেস্ট হাউজ়ে যেখানে CBI-এর তদন্তকারী আধিকারিকরা রয়েছেন সেখানে হাজিরা দেন তিনি ।