মুম্বই : বলিউডের দক্ষ অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী । কমার্শিয়াল মশলাদার ফিল্মে নয়, প্যারালাল ফিল্মের দুনিয়ায় তিনি নিজের এক আলাদা ছাপ তৈরি করেছেন । তবে কোথাও যেন একটা টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন শ্বেতা । যেন মিষ্টি স্বভাবের পাশের বাড়ির মেয়ে হয়েই থাকছিলেন তিনি সব ছবিতে । 'মির্জ়াপুর' তাঁর ইমেজ বদল করল ।
IANS-কে শ্বেতা বলেন, "'মির্জ়াপুর' করার অন্যতম প্রধান কারণ হল নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করা । আমি যে শুধুমাত্র কিউট হিরোইন নই, সেটা দেখাতে চেয়েছিলাম । সিরিজ়টি আমার জীবনের থেকে এতটা আলাদা বলেই আমি চরিত্রটা করতে রাজি হই ।"
'হারামখোর', 'মাসান', 'গন কেশ'-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করলেও, কোথাও যেন একই ধরনের চরিত্রে বাঁধা পড়ছিলেন শ্বেতা । সেই ইমেজটাকে ভাঙতে চেয়েছিলেন অভিনেত্রী । সুযোগ এল 'মির্জ়াপুর'-এর হাত ধরে ।
"একজন অভিনেত্রীকে সবধরনের চরিত্রে অভিনয় করতে হয় । আমি তাই সচেতন সিদ্ধান্ত নিয়েছি যে, এখন কোনও নরম বা দুর্বল চরিত্রে অভিনয় করব না ।", যোগ করলেন শ্বেতা ।
'মির্জ়াপুর 2'-এর ট্রেলার দেখে উত্তেজনার পারদ আরও কয়েকগুণ চড়েছে । 23 অক্টোবর সবাইকে কাঁপাতে আসছে এই থ্রিলার সিরিজ় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">