ETV Bharat / sitara

পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করবেন শ্রেয়স - Shreyas Talpade enjoys birthday with friends

1976 সালে আজকের দিনে মুম্বইতে জন্ম শ্রেয়সের । হিন্দির পাশাপাশি একাধিক মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি । প্রতি বছর তাঁর জন্মদিন কাটে কাজের মধ্যে দিয়ে । যদিও এবার পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনটি পালন করবেন বলে জানিয়েছেন তিনি ।

asd
asd
author img

By

Published : Jan 27, 2021, 3:08 PM IST

মুম্বই : আজ 45 বছরে পা দিলেন শ্রেয়স তলপাড়ে । এবার জন্মদিন পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি ।

জন্মদিন কীভাবে পালন করবেন সে প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে শ্রেয়স বলেন, "সাধারণত প্রতিবার জন্মদিনে কাজ করি । কিন্তু, এই বছরটা একেবারেই আলাদা । এবার পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করব । আমার মেয়ে আদা এখন বড় হচ্ছে, তাই প্রয়োজনগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে । এখন তার পছন্দের কথা মাথায় রাখতে হয় ।"

সাধারণত মেয়ের ছবি খুব একটা সোশাল মিডিয়ায় পোস্ট করেন না শ্রেয়স । তবে প্রজাতন্ত্র দিবসের দিন মেয়ের ছবি পোস্ট করেন তিনি । সেখানে সাদা পোশাক পরে হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর মেয়েকে ।

এছাড়া নতুন বছর তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শ্রেয়স । তিনি বলেন, "2021 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । থিয়েটারের জন্য নাইন রাসা নামে আমি একটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি ।" এই মুহূর্তে এই ওয়েব প্ল্যাটফর্মের পাশাপাশি একাধিক হিন্দি ও মারাঠি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ।

মুম্বই : আজ 45 বছরে পা দিলেন শ্রেয়স তলপাড়ে । এবার জন্মদিন পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি ।

জন্মদিন কীভাবে পালন করবেন সে প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে শ্রেয়স বলেন, "সাধারণত প্রতিবার জন্মদিনে কাজ করি । কিন্তু, এই বছরটা একেবারেই আলাদা । এবার পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করব । আমার মেয়ে আদা এখন বড় হচ্ছে, তাই প্রয়োজনগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে । এখন তার পছন্দের কথা মাথায় রাখতে হয় ।"

সাধারণত মেয়ের ছবি খুব একটা সোশাল মিডিয়ায় পোস্ট করেন না শ্রেয়স । তবে প্রজাতন্ত্র দিবসের দিন মেয়ের ছবি পোস্ট করেন তিনি । সেখানে সাদা পোশাক পরে হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর মেয়েকে ।

এছাড়া নতুন বছর তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শ্রেয়স । তিনি বলেন, "2021 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । থিয়েটারের জন্য নাইন রাসা নামে আমি একটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি ।" এই মুহূর্তে এই ওয়েব প্ল্যাটফর্মের পাশাপাশি একাধিক হিন্দি ও মারাঠি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.