ETV Bharat / sitara

এবার নাগিনের চরিত্রে শ্রদ্ধা - Shraddha Kapoor essay naagin

এর আগে নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন রীনা রায়, ভৈজন্তীমালা, রেখা ও শ্রীদেবীর মতো তারকারা । আর এবার এই আইকনিক চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে ।

asd
asd
author img

By

Published : Oct 28, 2020, 4:57 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে । ছবির নাম 'নাগিন'। তিনটি ভাগে মুক্তি পাবে ছবিটি । এটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া ।

এর আগে নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন রীনা রায়, ভৈজন্তীমালা, রেখা ও শ্রীদেবীর মতো তারকারা । আর এবার এই আইকনিক চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে । এই চরিত্র প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, "বড় পরদায় নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা বড় বিষয় । ছোটোবেলায় শ্রীদেবী ম্যামকে নাগিনের চরিত্রে অভিনয় করতে দেখেছি । তাঁর অভিনয় এখনও আমার মনে গেঁথে রয়েছে । সেই আইকনিক চরিত্রে এবার আমি অভিনয় করব ।"

2021 সালে শুরু হবে ছবির শুটিং । সূত্রের খবর, এটি একটি লাভ স্টোরি । ছবিটিতে স্ক্রিনে জীবন্ত করে তোলার জন্য একাধিক ভিসুয়াল এফেক্টও থাকবে ।

শেষবার 'বাগি 3' ছবিতে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । সেখানে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান । আর এবার নাগিনের চরিত্রে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন এখন সেটাই দেখার ।

মুম্বই : পরবর্তী ছবিতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে । ছবির নাম 'নাগিন'। তিনটি ভাগে মুক্তি পাবে ছবিটি । এটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া ।

এর আগে নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন রীনা রায়, ভৈজন্তীমালা, রেখা ও শ্রীদেবীর মতো তারকারা । আর এবার এই আইকনিক চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে । এই চরিত্র প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, "বড় পরদায় নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা বড় বিষয় । ছোটোবেলায় শ্রীদেবী ম্যামকে নাগিনের চরিত্রে অভিনয় করতে দেখেছি । তাঁর অভিনয় এখনও আমার মনে গেঁথে রয়েছে । সেই আইকনিক চরিত্রে এবার আমি অভিনয় করব ।"

2021 সালে শুরু হবে ছবির শুটিং । সূত্রের খবর, এটি একটি লাভ স্টোরি । ছবিটিতে স্ক্রিনে জীবন্ত করে তোলার জন্য একাধিক ভিসুয়াল এফেক্টও থাকবে ।

শেষবার 'বাগি 3' ছবিতে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । সেখানে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান । আর এবার নাগিনের চরিত্রে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.