ETV Bharat / sitara

পশুপ্রেমী শ্রদ্ধা.. - শ্রদ্ধা কাপুরের খবর

পশুপ্রেমী হিসেবে পরিচিতি আছে শ্রদ্ধা কাপুরের । আর যাঁরা পশুদের ভালোবাসেন, তাঁদেরও খুব পছন্দ করেন অভিনেত্রী । সম্প্রতি রাজস্থানের গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন শ্রদ্ধা, কারণ পশুদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ নিয়েছেন সেই মানুষগুলো ।

Shraddha kapoor thanked rajasthan villagers
Shraddha kapoor thanked rajasthan villagers
author img

By

Published : May 26, 2020, 10:50 PM IST

মুম্বই : লকডাউনের ফলে রাস্তায় থাকা পশুপাখিদের দুরবস্থার কথা নতুন করে বলতে হবে না । মাঝেমধ্যেই অনাহারে পশুমৃত্যুর খবর শোনা যাচ্ছে । এমন এক কঠিন সময়ে সেই অবলা জীবগুলোর কথা ভাবলেন রাজস্থানের গ্রামবাসীরা । আর তাঁদের সেই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেন শ্রদ্ধা ।

পশুপাখিদের খাওয়ার জন্য একটা জলের জায়গা খুঁড়েছেন সেই গ্রামবাসীরা । যেখানে নিজেদের জীবন অনিশ্চিত, সেখানে অসহায় প্রাণীদের কথা ভেবে নজির গড়েছেন মানুষগুলো ।

ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "রাজস্থানের পালি গ্রামের লোকজন যে মহানুভবতা দেখিয়েছেন, তা দেখে আমি মুগ্ধ । নিঃস্বার্থ এই সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ ।"

দেখে নিন শ্রদ্ধার পোস্ট...

  • The empathy shown by the people from Rajasthan's Pali village is heartwarming. Thank you for your selfless efforts💫💜https://t.co/S5uCxiMrCB

    — Shraddha (@ShraddhaKapoor) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে চিড়িয়াখানায় পশুদের বন্দী জীবনের বিরুদ্ধেও গলা তুলেছিলেন শ্রদ্ধা । প্রকৃত অর্থেই তিনি পশুপ্রেমী ।

মুম্বই : লকডাউনের ফলে রাস্তায় থাকা পশুপাখিদের দুরবস্থার কথা নতুন করে বলতে হবে না । মাঝেমধ্যেই অনাহারে পশুমৃত্যুর খবর শোনা যাচ্ছে । এমন এক কঠিন সময়ে সেই অবলা জীবগুলোর কথা ভাবলেন রাজস্থানের গ্রামবাসীরা । আর তাঁদের সেই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেন শ্রদ্ধা ।

পশুপাখিদের খাওয়ার জন্য একটা জলের জায়গা খুঁড়েছেন সেই গ্রামবাসীরা । যেখানে নিজেদের জীবন অনিশ্চিত, সেখানে অসহায় প্রাণীদের কথা ভেবে নজির গড়েছেন মানুষগুলো ।

ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "রাজস্থানের পালি গ্রামের লোকজন যে মহানুভবতা দেখিয়েছেন, তা দেখে আমি মুগ্ধ । নিঃস্বার্থ এই সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ ।"

দেখে নিন শ্রদ্ধার পোস্ট...

  • The empathy shown by the people from Rajasthan's Pali village is heartwarming. Thank you for your selfless efforts💫💜https://t.co/S5uCxiMrCB

    — Shraddha (@ShraddhaKapoor) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে চিড়িয়াখানায় পশুদের বন্দী জীবনের বিরুদ্ধেও গলা তুলেছিলেন শ্রদ্ধা । প্রকৃত অর্থেই তিনি পশুপ্রেমী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.