ETV Bharat / sitara

অভিনয়ের নেশায় কলেজ ছেড়ে আক্ষেপ শ্রদ্ধার? - বলিউড

অভিনয় করবেন বলে বোস্টন ইউনিভার্সিটিতে সাইকোলজির পড়াশোনা ছেড়ে দেন শ্রদ্ধা কাপুর। আজ পিছন ফিরে দেখলে কেমন লাগে অভিনেত্রীর?

Shraddha Drop out
author img

By

Published : Sep 2, 2019, 3:15 PM IST

মুম্বই : 23 বছর বয়সে লীনা যাদবের 'তিন পাত্তি' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করে শ্রদ্ধা কাপুর। অভিনয় করার নেশায় বোস্টন ইউনিভার্সিটির পড়া ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। তবে আজ আর কাউকে কলেজ ড্রপ আউট করার উপদেশ দিতে চান না তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রদ্ধা বলেন, "প্রথমে প্ল্যান ছিল আমি পড়াশোনা শেষ করে তারপর অভিনয়ে আসব। কিন্তু, আমি খুব অধৈর্য হয়ে উঠেছিলাম। দেশে ফেরার পর অনেক অফার আসতে শুরু করে, অডিশন দিতে শুরু করি। তখন মনে হয় যে, চলো ড্রপ আউট করে নিই।"

Shraddha Drop out
'ছিছোরে' ছবির মায়া

এরপর অভিনেত্রী বলেন, "তবে আমি আজ কাউকে এই উপদেশ দেব না যে তোমরা ড্রপ আউট কর। এটুকুই বলব যে, যেটা তোমাদের মনে আছে সেটা কর।"

শ্রদ্ধার পরবর্তী ছবি নিতীশ তিওয়ারি পরিচালিত 'ছিছোরে'। সেখানে তাঁকে একজন কলেজ ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। তাই হয়তো চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎই নস্ট্যালজিক শ্রদ্ধা। ছবিটি মুক্তি পাবে 6 সেপ্টেম্বর।

মুম্বই : 23 বছর বয়সে লীনা যাদবের 'তিন পাত্তি' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করে শ্রদ্ধা কাপুর। অভিনয় করার নেশায় বোস্টন ইউনিভার্সিটির পড়া ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। তবে আজ আর কাউকে কলেজ ড্রপ আউট করার উপদেশ দিতে চান না তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রদ্ধা বলেন, "প্রথমে প্ল্যান ছিল আমি পড়াশোনা শেষ করে তারপর অভিনয়ে আসব। কিন্তু, আমি খুব অধৈর্য হয়ে উঠেছিলাম। দেশে ফেরার পর অনেক অফার আসতে শুরু করে, অডিশন দিতে শুরু করি। তখন মনে হয় যে, চলো ড্রপ আউট করে নিই।"

Shraddha Drop out
'ছিছোরে' ছবির মায়া

এরপর অভিনেত্রী বলেন, "তবে আমি আজ কাউকে এই উপদেশ দেব না যে তোমরা ড্রপ আউট কর। এটুকুই বলব যে, যেটা তোমাদের মনে আছে সেটা কর।"

শ্রদ্ধার পরবর্তী ছবি নিতীশ তিওয়ারি পরিচালিত 'ছিছোরে'। সেখানে তাঁকে একজন কলেজ ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। তাই হয়তো চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎই নস্ট্যালজিক শ্রদ্ধা। ছবিটি মুক্তি পাবে 6 সেপ্টেম্বর।

Intro:Body:

অভিনয়ের নেশায় কলেজ ছেড়ে আক্ষেপ শ্রদ্ধার?



অভিনয় করবেন বলে বোস্টন ইউনিভার্সিটির সাইকোলজির পড়াশোনা ছেড়ে দেন শ্রদ্ধা কাপুর। আজ পিছন ফিরে দেখলে মনে কেমন লাগে অভিনেত্রীর?



মুম্বই : 23 বছর বয়সে লীনা যাদবের 'তিন পাত্তি' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করে শ্রদ্ধা কাপুর। অভিনয় করার নেশায় বোস্টন ইউনিভার্সিটির পড়া ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। তবে আজ আর কাউকে কলেজ ড্রপ আউট করার উপদেশ দিতে চান না তিনি।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রদ্ধা বলেন, "প্রথম প্ল্যান ছিল আমি পড়াশোনা শেষ করে তারপর অভিনয়ে আসব। কিন্তু, আমি খুব অধৈর্য হয়ে উঠেছিলাম। দেশে ফেরার পর অনেক অফার আসতে শুরু করে, অডিশন দিতে শুরু করি। তখন মনে হয় যে, চলো ড্রপ আউট করে নিই।"



এরপর অভিনেত্রী বলেন, "তবে আমি আজ কাউকে এই উপদেশ দেব না যে তোমরা ড্রপ আউট কর। এটুকুই বলব যে, যেটা তোমাদের মনে আছে সেটা কর।"



শ্রদ্ধার পরবর্তী ছবি নিতীশ তিওয়ারি পরিচালিত 'ছিছোরে'। সেখানে তাঁকে একজন কলেজ ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। তাই হয়তো চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎই নস্ট্য়ালজিক শ্রদ্ধা। ছবিটি মুক্তি পাবে 6 সেপ্টেম্বর।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.