মুম্বই : তাঁর শরীরে ব্যথা-বেদনার অভাব নেই। তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাঁর দীর্ঘদেহী শরীরটা। তিনি অমিতাভ বচ্চন। ৭৬ বছর বয়সেও চুটিয়ে কাজ করে চলেছেন, টেক্কা দিচ্ছেন তাঁর উত্তরসূরীদেরও। কাজে এতটাই ব্যস্ত অমিতাভ যে, মাঝে মধ্যেই দেরি হয়ে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে।
ব্লগ লেখা অমিতাভের নিয়মিত কাজগুলোর মধ্যে অন্য়তম। সেই ব্লগ লেখায় দেরি হয়ে যাচ্ছে তাঁর। একটি ব্লগে অমিতাভ লিখেছেন, "রুটিনের বদল হয়েছে, তাই ব্লগ লিখতে দেরি হচ্ছে...'চেহরে'-র সেটে কাজ চলছে।"
আরও পড়ুন : কাঁধে ব্যথা নিয়েই কাজে ফিরলেন বিগ বি
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বলেছেন, "রুটিনের পরিবর্তন হয়েছে। তাই কাজে ফেরায় অনেক শুভাকাঙ্খী খুশি হলেও, এই পরিবর্তন আমার নিয়মিত যোগাযোগগুলোকে বিঘ্নিত করছে।"
কয়েকদিন আগেই অসুস্থতার কারণে কাজ করতে পারেননি অমিতাভ। সেই কারণেও রুটিনে বেশ পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। তবে ব্যথাকে অগ্রাহ্য করেই শুটিংয়ে ফিরেছেন তিনি। তিনিই বোধহয় বারবার প্রমাণ করেন যে, এভাবেও ফিরে আসা যায়।