ETV Bharat / sitara

জয়সালমেরে শুরু 'বচ্চন পান্ডে'-র শুটিং - Bachchan Pandey starts in Jaisalmer

আজ ভোরের আলো ফুটতে না ফুটেই বাস স্ট্যান্ডের ওই দৃশ্যের শুটিং করেন নির্মাতারা ।

োে্
োে্
author img

By

Published : Jan 6, 2021, 2:35 PM IST

জয়সালমের : আজ থেকে জয়সালমেরে শুরু হল 'বচ্চন পান্ডে'-র শুটিং । মুখ্যচরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, কৃতি শ্যানন ও আরশাদ ওয়ারসিকে । আজ ভোরের দিকে হনুমান চৌরাস্তায় ছবির একটি দৃশ্যের শুটিং করা হয় ।

শুটিংয়ের প্রস্তুতি হিসেবে গতকাল ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছিল চৌরাস্তায় । শুটিংয়ের জন্য গতকাল সেখানে একাধিক ট্যুর ও ট্র্যাভেলস কম্পানির বোর্ড লাগানো হয়েছিল । তারপর আজ ভোরের আলো ফুটতে না ফুটেই বাস স্ট্যান্ডের ওই দৃশ্যের শুটিং করেন নির্মাতারা । তবে ভোরের দিকে এই দৃশ্যের শুটিং করার ফলে সাধারণ মানুষের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি চৌরাস্তায় । শুধুমাত্র ছবির কলাকুশলীরাই উপস্থিত ছিলেন সেখানে ।

কয়েকদিন আগেই জয়সালমেরে পৌঁছান এই ছবির কলাকুশলীরা । এই মুহূর্তে সূর্যগড় হোটেলে রয়েছেন তাঁরা । আগামী কয়েকদিন জয়সালমেরের বিভিন্ন জায়গায় 'বচ্চন পান্ডে'-র শুটিং হবে বলে জানা গিয়েছে ।

ছবির কলাকুশলীদের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নিয়ে জয়সালমেরে পাড়ি দিয়েছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা । ছবির নাম লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে ক্যামেরায় পোজ় দেন তাঁর দুই ছেলে সুভান ও সুফান ।

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, জ্যাকলিন ফার্নান্ডেজ় ও প্রতীক বব্বরকে । ছবিটি পরিচালনা করছেন ফারহান সামজি । এখানে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । আর কৃতিকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে ।

জয়সালমের : আজ থেকে জয়সালমেরে শুরু হল 'বচ্চন পান্ডে'-র শুটিং । মুখ্যচরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, কৃতি শ্যানন ও আরশাদ ওয়ারসিকে । আজ ভোরের দিকে হনুমান চৌরাস্তায় ছবির একটি দৃশ্যের শুটিং করা হয় ।

শুটিংয়ের প্রস্তুতি হিসেবে গতকাল ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছিল চৌরাস্তায় । শুটিংয়ের জন্য গতকাল সেখানে একাধিক ট্যুর ও ট্র্যাভেলস কম্পানির বোর্ড লাগানো হয়েছিল । তারপর আজ ভোরের আলো ফুটতে না ফুটেই বাস স্ট্যান্ডের ওই দৃশ্যের শুটিং করেন নির্মাতারা । তবে ভোরের দিকে এই দৃশ্যের শুটিং করার ফলে সাধারণ মানুষের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি চৌরাস্তায় । শুধুমাত্র ছবির কলাকুশলীরাই উপস্থিত ছিলেন সেখানে ।

কয়েকদিন আগেই জয়সালমেরে পৌঁছান এই ছবির কলাকুশলীরা । এই মুহূর্তে সূর্যগড় হোটেলে রয়েছেন তাঁরা । আগামী কয়েকদিন জয়সালমেরের বিভিন্ন জায়গায় 'বচ্চন পান্ডে'-র শুটিং হবে বলে জানা গিয়েছে ।

ছবির কলাকুশলীদের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নিয়ে জয়সালমেরে পাড়ি দিয়েছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা । ছবির নাম লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে ক্যামেরায় পোজ় দেন তাঁর দুই ছেলে সুভান ও সুফান ।

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, জ্যাকলিন ফার্নান্ডেজ় ও প্রতীক বব্বরকে । ছবিটি পরিচালনা করছেন ফারহান সামজি । এখানে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । আর কৃতিকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.