মুম্বই : কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি লকডাউন । বাতিল করা হয়েছে একাধিক সামাজিক অনুষ্ঠান । বিয়ের মতো অনুষ্ঠানও রয়েছে তার মধ্যে । তিন মাসে পিছিয়ে গিয়েছে একাধিক বিয়ের অনুষ্ঠান । যার জন্য আদতে লাভ হয়েছে বলেই মনে করছেন পরিচালক সুজিত সরকার । বিয়ে না হওয়ার ফলে সন্তান জন্মানোর সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি । যদিও পরিচালকের এই যুক্তি মানতে নারাজ একাধিক নেটিজ়েন ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । আর সেই কারণে পিছিয়ে গিয়েছে একাধিক বিয়ের অনুষ্ঠান । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রশাসনের তরফে অনুমতি মিললে তবেই ওই অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । আর এতে আখেরে লাভ হয়েছে বলেই মনে করছেন সুজিত ।
সম্প্রতি টুইটারে নিজের মত প্রকাশ করে তিনি লেখেন, "ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মিলিয়ে অন্তত পক্ষে 25 লাখ বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে । তার মানে এর ফলে সন্তানও জন্মাবে না ।"
-
Between Feb/Mar/Apr 2020 approx. 2.5 million (25 lakhs) “Marriages” will get postponed.. That means the production of children will also get shelved or postponed:))
— Shoojit Sircar (@ShoojitSircar) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Between Feb/Mar/Apr 2020 approx. 2.5 million (25 lakhs) “Marriages” will get postponed.. That means the production of children will also get shelved or postponed:))
— Shoojit Sircar (@ShoojitSircar) April 16, 2020Between Feb/Mar/Apr 2020 approx. 2.5 million (25 lakhs) “Marriages” will get postponed.. That means the production of children will also get shelved or postponed:))
— Shoojit Sircar (@ShoojitSircar) April 16, 2020
যদিও পরিচালকের এই যুক্তি মানতে নারাজ একাধিক নেটিজ়েন । তার সপক্ষে অবশ্য যুক্তিও দিয়েছেন তাঁরা । কেউ লেখেন, "এই সময় সবাইকে বাড়িতে থাকতে অনুরোধ করা হচ্ছে । যা সেই গ্যাপটাকে পূরণ করে দেবে ।" আবার কেউ লেখেন, "আপনি কি এ বিষয়ে নিশ্চিত ? কারণ যাঁরা গত বছর বিয়ে করেছেন এই সময়টাকে তাঁরা কোনওভাবেই নষ্ট হতে দেবেন না ।" আরও একজন লেখেন, "অপেক্ষা করুন । তাহলেই বুঝতে পারবেন যে সংখ্যার হার কমেছে না বেড়েছে ।"
কোরোনা সংক্রমণের জেরে অর্থনৈতিক সংকট দেখা গিয়েছে গোটা বিশ্বে । এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কিছুদিন আগে বিনিময় প্রথা শুরু করার পরামর্শ দিয়েছিলেন সুজিত । যেমন তাঁর সিনেমা দেখার বিনিময় দর্শকরা যদি তাঁকে টাকা না দিয়ে অব্যবহৃত সামগ্রী, পোশাক, রেশন, সবজি দেন তাহলে বিষয়টা অন্যরকম হবে ।