ETV Bharat / sitara

সোশাল মিডিয়া থেকে বিদায় নিলেন সুজিত, কারণ ? - সুজিত সরকারের খবর

সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেন সুজিত সরকার । না, ট্রোলের কারণে নয় । তাঁর পরবর্তী ফিল্মের কাজ সারতে এই সিদ্ধান্ত পরিচালকের ।

Soojit Sircar quit social media
Soojit Sircar quit social media
author img

By

Published : Jul 7, 2020, 1:14 PM IST

মুম্বই : সোশাল মিডিয়া এখন নেগেটিভিটির সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে সেলেব্রিটিদের কাছে । কোনও সেন্সর ছাড়াই যে যার নিজের মতপ্রকাশ করছেন, ট্রোল করছেন, সমালোচনা করছেন । অনেক সেলেব্রিটিই তাই সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, কেউ আবার কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করেছেন । সুজিত সরকারও কিছুদিনের জন্য সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন ।

কিন্তু, তিনি এই ট্রোল বা নেগেটিভিটি এড়াতে এই কাজ করেননি । সুজিতের পরবর্তী ফিল্ম 'সর্দার উধাম' । সেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতেই পরিচালকের এই সিদ্ধান্ত ।

22 জুন যোগদিবসের দিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সুজিত । লিখেছিলেন, "এই যোগদিবসে সোশাল মিডিয়া থেকে একটা ব্রেক নেব ভাবছি..কী বলেন ?"

তারপর থেকে সেই অ্যাকাউন্টে কোনও অ্যাক্টিভিটি নেই । টুইটার হ্যান্ডলটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় ।

Soojit Sircar quit social media
সুজিতের পোস্ট..

রাশিয়ায় শুট করা হয়েছে পিরিয়ড ফিল্ম 'সর্দার উধাম' । 2019 সালের 27 ডিসেম্বর শেষ হয়ে গেছে শুট । লকডাউনের কারণে পিছিয়ে গেছিল পোস্ট প্রোডাকশনের কাজ । এবার সেটাই শেষ করার লক্ষ্যে পরিচালক ।

মুম্বই : সোশাল মিডিয়া এখন নেগেটিভিটির সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে সেলেব্রিটিদের কাছে । কোনও সেন্সর ছাড়াই যে যার নিজের মতপ্রকাশ করছেন, ট্রোল করছেন, সমালোচনা করছেন । অনেক সেলেব্রিটিই তাই সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, কেউ আবার কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করেছেন । সুজিত সরকারও কিছুদিনের জন্য সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন ।

কিন্তু, তিনি এই ট্রোল বা নেগেটিভিটি এড়াতে এই কাজ করেননি । সুজিতের পরবর্তী ফিল্ম 'সর্দার উধাম' । সেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতেই পরিচালকের এই সিদ্ধান্ত ।

22 জুন যোগদিবসের দিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সুজিত । লিখেছিলেন, "এই যোগদিবসে সোশাল মিডিয়া থেকে একটা ব্রেক নেব ভাবছি..কী বলেন ?"

তারপর থেকে সেই অ্যাকাউন্টে কোনও অ্যাক্টিভিটি নেই । টুইটার হ্যান্ডলটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় ।

Soojit Sircar quit social media
সুজিতের পোস্ট..

রাশিয়ায় শুট করা হয়েছে পিরিয়ড ফিল্ম 'সর্দার উধাম' । 2019 সালের 27 ডিসেম্বর শেষ হয়ে গেছে শুট । লকডাউনের কারণে পিছিয়ে গেছিল পোস্ট প্রোডাকশনের কাজ । এবার সেটাই শেষ করার লক্ষ্যে পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.