ETV Bharat / sitara

সেনাবাহিনীতে মহিলা কমান্ডার রাখা উচিত, বললেন সুজিত সরকার - সুজিত সরকার

মহিলাদের অধিকার নিয়ে মাঝে মধ্যেই নিজের মত প্রকাশ করেন সুজিত সরকার । এবার সেনাবাহিনীতে মহিলা কমান্ডার রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি ।

sdf
dsf
author img

By

Published : Feb 5, 2020, 10:17 PM IST

মুম্বই : ভারতীয় স্থল, নৌ ও বায়ুসেনা বাহিনীতে মহিলা কমান্ডার রাখা উচিত বলে মনে করেন পরিচালক সুজিত সরকার । নিজের মত টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি ।

লেখেন, "স্থল, নৌ, বায়ুসেনা বাহিনীর সব পুরুষদের সম্মান জানিয়ে বলছি...যদি আপনারা মহিলাদের সমান মনে করেন তাহলে নেতৃত্ব দিতে দিয়ে তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করুন । কোনও ব্যাটেলিয়ন বা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তাঁরাও । আর তাঁদের সেই অধিকারও রয়েছে ।"

  • Respected all men from Army, Airforce and Navy .. If you really think woman are equal then give her the honor and respect to command you.. They are eligible and they have every right to command a battalion or unit:))

    — Shoojit Sircar (@ShoojitSircar) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালকের এই পোস্টে পালটা কমেন্ট করেন এক নেটিজ়েন । বলেন, "পরিচালক যা উপদেশ দিচ্ছেন তা কি তিনি নিজে মেনে চলেন ? এমনকী, অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার সময় সেই কথা মাথায় রাখেন ?" এর উত্তরে সুজিত লেখেন, "হ্যাঁ অবশ্যই । 'পিকু' ছবিতে দীপিকাকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল ।"

বি টাউনের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন দীপিকা । কিছুদিন আগে সেকথা নিজেই বলেছেন অমিতাভ বচ্চন । তিনি বলেছিলেন, "...'পিকু' ছবিতে দীপিকাকে আমার থেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল । তার পিছনে দুটো কারণ রয়েছে । একটা হল দীপিকা আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ । আর দ্বিতীয়ত আমি পারিশ্রমিকের স্কেল হারিয়ে ফেলেছি । কারণ বহু বছর ধরে কাজ করছি । তাই হয়তো আমি এখন আর বেশি টাকা পাওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ নই ।"

সুজিত সরকার সব সময়ই লিঙ্গ বৈষম্য ও মহিলাদের অধিকার নিয়ে কথা বলে থাকেন । কিছুদিন আগে 'ঋতুস্রাব' নিয়ে একটি মন্তব্য করেছিলেন তিনি । বলেছিলেন, "মা সারদা ঋতুস্রাব চলাকালীন প্রতিদিন ভগবানের পুজো করতেন । রামকৃষ্ণ বলেছিলেন, ঋতুস্রাব অপবিত্র ? শরীরের কোন অংস অপবিত্র ? পবিত্রতা থাকে চিন্তাভাবনা ও নিজের মধ্যে ।"

মুম্বই : ভারতীয় স্থল, নৌ ও বায়ুসেনা বাহিনীতে মহিলা কমান্ডার রাখা উচিত বলে মনে করেন পরিচালক সুজিত সরকার । নিজের মত টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি ।

লেখেন, "স্থল, নৌ, বায়ুসেনা বাহিনীর সব পুরুষদের সম্মান জানিয়ে বলছি...যদি আপনারা মহিলাদের সমান মনে করেন তাহলে নেতৃত্ব দিতে দিয়ে তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করুন । কোনও ব্যাটেলিয়ন বা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তাঁরাও । আর তাঁদের সেই অধিকারও রয়েছে ।"

  • Respected all men from Army, Airforce and Navy .. If you really think woman are equal then give her the honor and respect to command you.. They are eligible and they have every right to command a battalion or unit:))

    — Shoojit Sircar (@ShoojitSircar) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালকের এই পোস্টে পালটা কমেন্ট করেন এক নেটিজ়েন । বলেন, "পরিচালক যা উপদেশ দিচ্ছেন তা কি তিনি নিজে মেনে চলেন ? এমনকী, অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার সময় সেই কথা মাথায় রাখেন ?" এর উত্তরে সুজিত লেখেন, "হ্যাঁ অবশ্যই । 'পিকু' ছবিতে দীপিকাকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল ।"

বি টাউনের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন দীপিকা । কিছুদিন আগে সেকথা নিজেই বলেছেন অমিতাভ বচ্চন । তিনি বলেছিলেন, "...'পিকু' ছবিতে দীপিকাকে আমার থেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল । তার পিছনে দুটো কারণ রয়েছে । একটা হল দীপিকা আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ । আর দ্বিতীয়ত আমি পারিশ্রমিকের স্কেল হারিয়ে ফেলেছি । কারণ বহু বছর ধরে কাজ করছি । তাই হয়তো আমি এখন আর বেশি টাকা পাওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ নই ।"

সুজিত সরকার সব সময়ই লিঙ্গ বৈষম্য ও মহিলাদের অধিকার নিয়ে কথা বলে থাকেন । কিছুদিন আগে 'ঋতুস্রাব' নিয়ে একটি মন্তব্য করেছিলেন তিনি । বলেছিলেন, "মা সারদা ঋতুস্রাব চলাকালীন প্রতিদিন ভগবানের পুজো করতেন । রামকৃষ্ণ বলেছিলেন, ঋতুস্রাব অপবিত্র ? শরীরের কোন অংস অপবিত্র ? পবিত্রতা থাকে চিন্তাভাবনা ও নিজের মধ্যে ।"

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.