ETV Bharat / sitara

'শোলে'-র ৪৪ বছর, আবেগপ্রবণ পরিচালক রমেশ - বলিউড

যে ছবিটা আজও টেলিভিশনের পরদায় দেখলে উঠে আসা যায় না, সেটা 'শোলে'। 'শোলে' শুধুমাত্র একটা ছবি নয়। সেই ছবির সংলাপ, মুহূর্ত, অভিনয় আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে।

শোলে
author img

By

Published : Aug 15, 2019, 11:24 PM IST

মুম্বই : বলিউড ক্লাসিক 'শোলে' আজ ৪৪ বছর পূর্ণ করল। ভারতীয় ছবির ইতিহাসে জ্বলজ্বলে এই সিনেমা নিয়ে তাই আজ আবেগপ্রবণ রমেশ সিপ্পি।

টুইটারে রমেশ তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন, "৪৪ বছর পেরিয়েও 'শোলে' মানুষের ভালোবাসা পাচ্ছে, সমস্ত প্রজন্মের মানুষ এই ছবি এখনও দেখছে। এটা জানতে পেরে ভালো লাগছে। আমি ধন্য।"

স্বাধীনতা দিবসেই জন্ম 'শোলে'-র। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট মুক্তি পায় এই ছবি। সেই সময় দাঁড়িয়েই ছবিটি প্রায় ৩৫০ মিলিয়ন টাকা উপার্জন করে বক্স অফিসে।

মুম্বই : বলিউড ক্লাসিক 'শোলে' আজ ৪৪ বছর পূর্ণ করল। ভারতীয় ছবির ইতিহাসে জ্বলজ্বলে এই সিনেমা নিয়ে তাই আজ আবেগপ্রবণ রমেশ সিপ্পি।

টুইটারে রমেশ তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন, "৪৪ বছর পেরিয়েও 'শোলে' মানুষের ভালোবাসা পাচ্ছে, সমস্ত প্রজন্মের মানুষ এই ছবি এখনও দেখছে। এটা জানতে পেরে ভালো লাগছে। আমি ধন্য।"

স্বাধীনতা দিবসেই জন্ম 'শোলে'-র। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট মুক্তি পায় এই ছবি। সেই সময় দাঁড়িয়েই ছবিটি প্রায় ৩৫০ মিলিয়ন টাকা উপার্জন করে বক্স অফিসে।

Intro:Body:

'শোলে'-র ৪৪ বছর, আবেগপ্রবণ পরিচালক রমেশ



যে ছবিটা আজও টেলিভিশনের পরদায় দেখলে উঠে আসা যায় না, সেটা 'শোলে'। 'শোলে' শুধুমাত্র একটা ছবি নয়। সেই ছবির সংলাপ, মুহূর্ত, অভিনয় আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে।



মুম্বই : বলিউড ক্লাসিক 'শোলে' আজ ৪৪ বছর পূর্ণ করল। ভারতীয় ছবির ইতিহাসে জ্বলজ্বলে এই সিনেমা নিয়ে তাই আজ আবেগপ্রবণ রমেশ সিপ্পি।



টুইটারে রমেশ তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন, "৪৪ বছর পেরিয়েও 'শোলে' মানুষের ভালোবাসা পাচ্ছে, সমস্ত প্রজন্মের মানুষ এই ছবি এখনও দেখে। এটা জানতে পেরে ভালো লাগছে।"



স্বাধীনতা দিবসেই জন্ম 'শোলে'-র। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট মুক্তি পায় এই ছবি। সেই সময় দাঁড়িয়েই ছবিটি প্রায় ৩৫০ মিলিয়ন টাকা উপার্জন করে বক্স অফিসে। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.