মুম্বই : বলিউড ক্লাসিক 'শোলে' আজ ৪৪ বছর পূর্ণ করল। ভারতীয় ছবির ইতিহাসে জ্বলজ্বলে এই সিনেমা নিয়ে তাই আজ আবেগপ্রবণ রমেশ সিপ্পি।
টুইটারে রমেশ তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন, "৪৪ বছর পেরিয়েও 'শোলে' মানুষের ভালোবাসা পাচ্ছে, সমস্ত প্রজন্মের মানুষ এই ছবি এখনও দেখছে। এটা জানতে পেরে ভালো লাগছে। আমি ধন্য।"
-
It feels good to know that Sholay after 44 years is still loved and watched by all generations! I feel blessed !!!! #AmitabhBachchan #Dharmendra#HemaMalini #JayaBachchan #AmjadKhan#SanjeevKumar##salimkhan #Sholay #15thAugust #44YearsOfSholay
— Ramesh Sippy (@rgsippy) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It feels good to know that Sholay after 44 years is still loved and watched by all generations! I feel blessed !!!! #AmitabhBachchan #Dharmendra#HemaMalini #JayaBachchan #AmjadKhan#SanjeevKumar##salimkhan #Sholay #15thAugust #44YearsOfSholay
— Ramesh Sippy (@rgsippy) August 14, 2019It feels good to know that Sholay after 44 years is still loved and watched by all generations! I feel blessed !!!! #AmitabhBachchan #Dharmendra#HemaMalini #JayaBachchan #AmjadKhan#SanjeevKumar##salimkhan #Sholay #15thAugust #44YearsOfSholay
— Ramesh Sippy (@rgsippy) August 14, 2019
স্বাধীনতা দিবসেই জন্ম 'শোলে'-র। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট মুক্তি পায় এই ছবি। সেই সময় দাঁড়িয়েই ছবিটি প্রায় ৩৫০ মিলিয়ন টাকা উপার্জন করে বক্স অফিসে।