ETV Bharat / sitara

মুম্বইকে লেখা চিঠি.. - শিল্পা শেট্টির খবর

মুম্বইকে চিঠি লিখলেন শিল্পা শেট্টি । 'আসল মুম্বইকর' শিল্পার নির্ভেজাল অনুভূতি ভাইরাল সোশাল মিডিয়ায় ।

shilpa shetty emotional letter
shilpa shetty emotional letter
author img

By

Published : Apr 2, 2020, 9:19 PM IST

মুম্বই : স্বপ্নের নগরী মুম্বই । ভারতের অন্যতম ব্যস্ত শহর, যে প্রতিদিন প্রতিমুহূর্তে চলমান । সেই শহরকে নিশ্চুপ দেখে মন খারাপ শিল্পার । তাই মুম্বইয়ের উদ্দেশে আবেগপ্রবণ চিঠি অভিনেত্রীর ।

শিল্পা লিখেছেন, "আমি একজন আসল মুম্বইকর । আর অনেকের মতোই আমি জেনে এসেছি যে, মুম্বই হল সেই শহর, যে কোনওদিন ঘুমোয় না । আমি কোনওদিন ভাবিনি এই শহরকে এরকম ফাঁকা দেখব । তবে জনতা কারফিও আর লকডাউনের সময় থেকেই এরকমই কিছু ছবি দেখে যাচ্ছি সোশাল মিডিয়ায় ।"

ফাঁকা মুম্বইয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন শিল্পা । যেন অলসভাবে শুয়ে রয়েছে শহরটা । অভিনেত্রী লিখেছেন, "আমার শহরকে এতটা চুপ দেখে কষ্ট হচ্ছে । তবে তারই মধ্যে এটা ভেবে ভালো লাগছে যে, এই শহরের এতগুলো মানুষ দায়িত্বপূর্ণ নাগরিক, তারা বাড়িতে রয়েছেন ।"

খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফেরার আশা রাখেন অভিনেত্রী । একজোট হয়ে এই যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি, শুধু একটু সময়ের অপেক্ষা...লিখেছেন শিল্পা ।

দেখে নিন শিল্পার পোস্ট...

মুম্বই : স্বপ্নের নগরী মুম্বই । ভারতের অন্যতম ব্যস্ত শহর, যে প্রতিদিন প্রতিমুহূর্তে চলমান । সেই শহরকে নিশ্চুপ দেখে মন খারাপ শিল্পার । তাই মুম্বইয়ের উদ্দেশে আবেগপ্রবণ চিঠি অভিনেত্রীর ।

শিল্পা লিখেছেন, "আমি একজন আসল মুম্বইকর । আর অনেকের মতোই আমি জেনে এসেছি যে, মুম্বই হল সেই শহর, যে কোনওদিন ঘুমোয় না । আমি কোনওদিন ভাবিনি এই শহরকে এরকম ফাঁকা দেখব । তবে জনতা কারফিও আর লকডাউনের সময় থেকেই এরকমই কিছু ছবি দেখে যাচ্ছি সোশাল মিডিয়ায় ।"

ফাঁকা মুম্বইয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন শিল্পা । যেন অলসভাবে শুয়ে রয়েছে শহরটা । অভিনেত্রী লিখেছেন, "আমার শহরকে এতটা চুপ দেখে কষ্ট হচ্ছে । তবে তারই মধ্যে এটা ভেবে ভালো লাগছে যে, এই শহরের এতগুলো মানুষ দায়িত্বপূর্ণ নাগরিক, তারা বাড়িতে রয়েছেন ।"

খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফেরার আশা রাখেন অভিনেত্রী । একজোট হয়ে এই যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি, শুধু একটু সময়ের অপেক্ষা...লিখেছেন শিল্পা ।

দেখে নিন শিল্পার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.