ETV Bharat / sitara

নবরাত্রিতে কন্যাপুজো করলেন শিল্পা

নবরাত্রিতে কন্যাপুজো করলেন শিল্পা শেট্টি কুন্দ্রা । মেয়ে সমিশার প্রথম দুর্গাপুজো এটি । তাই সময়টাকে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করলেন শিল্পা ।

shilpa shetty durga puja
shilpa shetty durga puja
author img

By

Published : Oct 24, 2020, 5:19 PM IST

মুম্বই : এই বছরেই এক কন্যাসন্তান হয়েছে শিল্পার । তার নাম সমিশা । সমিশার প্রথম নবরাত্রি এটি । তাই এই বিশেষ সময়টিতে কন্যাপুজো সারলেন অভিনেত্রী ।

টুইটারে একটি ছোটো ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । ছোট্ট শমিশাকে পুজো করা হচ্ছে সেখানে । শুধু তাই নয়, আরও আটজন মেয়েকে আরতি করলেন শিল্পা । তাদের পায়ে জল দিয়ে খাবারও দিলেন । কন্যা সন্তানদের দেবী রূপে পুজো করা উচিত, বার্তা দিলেন অভিনেত্রী ।

ক্যাপশনে শিল্পা লিখেছেন, "আমরা দেবী শমিশাকে পেয়ে ধন্য হয়ে গেছি । ওর প্রথম নবরাত্রি এটা । তাই কন্যাপুজো করলাম । শমিশা ও আরও আটজন ছোটো মেয়েকে নিয়ে । সমস্ত সতর্কতা মেনে ওদের বাড়িতে স্বাগত জানালাম ।"

দুর্গা আর তাঁর নয় রূপকে এভাবেই শ্রদ্ধা জানালেন শিল্পা । দেখে নিন তাঁর শেয়ার করা ভিডিয়ো..

  • (2/2)
    Our way of paying gratitude to the Supreme Goddess Maha Gauri today & her nine divine forms. This year, however, we masked up and did the Pooja keeping all the safety measures in mind, nevertheless, a beautiful feeling to serve & pamper these little girls❤️
    🌷Jai Mata Di🌷

    — SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) October 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : এই বছরেই এক কন্যাসন্তান হয়েছে শিল্পার । তার নাম সমিশা । সমিশার প্রথম নবরাত্রি এটি । তাই এই বিশেষ সময়টিতে কন্যাপুজো সারলেন অভিনেত্রী ।

টুইটারে একটি ছোটো ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । ছোট্ট শমিশাকে পুজো করা হচ্ছে সেখানে । শুধু তাই নয়, আরও আটজন মেয়েকে আরতি করলেন শিল্পা । তাদের পায়ে জল দিয়ে খাবারও দিলেন । কন্যা সন্তানদের দেবী রূপে পুজো করা উচিত, বার্তা দিলেন অভিনেত্রী ।

ক্যাপশনে শিল্পা লিখেছেন, "আমরা দেবী শমিশাকে পেয়ে ধন্য হয়ে গেছি । ওর প্রথম নবরাত্রি এটা । তাই কন্যাপুজো করলাম । শমিশা ও আরও আটজন ছোটো মেয়েকে নিয়ে । সমস্ত সতর্কতা মেনে ওদের বাড়িতে স্বাগত জানালাম ।"

দুর্গা আর তাঁর নয় রূপকে এভাবেই শ্রদ্ধা জানালেন শিল্পা । দেখে নিন তাঁর শেয়ার করা ভিডিয়ো..

  • (2/2)
    Our way of paying gratitude to the Supreme Goddess Maha Gauri today & her nine divine forms. This year, however, we masked up and did the Pooja keeping all the safety measures in mind, nevertheless, a beautiful feeling to serve & pamper these little girls❤️
    🌷Jai Mata Di🌷

    — SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) October 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.